australia cricket

Australia-Pakistan Series: অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর নিয়ে শুরু ধোঁয়াশা, অনেকে যেতে চাইছেন না, জানালেন অধিনায়ক

আগামী বছর মার্চ-এপ্রিল মাসে পাকিস্তানে গিয়ে তিনটি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ ও একটি টি২০ ম্যাচ খেলার কথা অস্ট্রেলিয়ার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২১ ২২:৪২
Share:

২৪ বছর পরে পাকিস্তান সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার ফাইল চিত্র।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী বছর পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া। ২৪ বছর পরে পাকিস্তান সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার। আগামী বছর মার্চ-এপ্রিল মাসে তিনটি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ ও একটি টি২০ ম্যাচ খেলার কথা দু’দলের। কিন্তু ইতিমধ্যেই সিরিজ নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। জানা গিয়েছে, পাকিস্তান সফরে যেতে স্বচ্ছন্দ নন বেশ কয়েক জন ক্রিকেটার।

Advertisement

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেন সংবাদমাধ্যমকে বলেন, ‘‘কয়েক জন ক্রিকেটার বিশেষজ্ঞের পরামর্শ নিতে চাইছেন। কেউ আবার সফরের আগে সে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইছেন। সত্যি বলতে কয়েক জন ক্রিকেটার পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়ে স্বচ্ছন্দ নন।’’

পেন জানান, তাঁরা এই বিষয়ে আলোচনা করছেন। ক্রিকেটারদের কোনও সফরে যাওয়ার আগে প্রশ্ন করার অধিকার রয়েছে। নিশ্চিত হলে তবেই তাঁরা যাবেন। তিনি বলেন, ‘‘আমরা চেষ্টা করব পাকিস্তান সফরে সেরা দল নিয়ে যেতে। কিন্তু দিনের শেষে এটা প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত।’’

Advertisement

পাকিস্তান সফর নিয়ে নিশ্চিত নন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। যদিও তিনি জানিয়েছেন, সেই সময় তাঁর বিয়ে হওয়ার কথা। অন্য কোনও কারণের কথা জানাননি ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘‘আমি যাব কি যাব না সেটা পুরোপুরি নির্ভর করছে আমার বাগদত্তার উপর। সেই সময় আমার বিয়ে হওয়ার কথা। তাই আমার বাগদত্তা হয়তো এই বিষযে বেশি ভাল বলতে পারবে।’’

যদিও বিয়ে তাঁরা পিছতে চান না বলেই জানিয়েছেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘‘বিয়ে পিছিয়ে দেওয়ার কোনও প্রশ্নই নেই। ইতিমধ্যেই বেশ কয়েক বার বিয়ে পিছিয়েছে। তাই এ বারেই আমরা বিয়ে সেরে ফেলতে চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement