এ বারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেনি। অস্ট্রেলিয়ার কোচ ম্যাথু মট বলেন, “২০১৭ সালের হার আমাদের কাছে গুরুত্বহীন। আমরা সাধারণ একটা ম্যাচ হিসেবেই খেলব। সেমিফাইনালে এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে পারে এই ম্যাচ। ভারতীয় দল নিয়ে আমরা অনেক পড়াশোনা করেছি। ওরা খুব ভাল দল। শনিবার খুব ভাল খেলা হবে।”
—ফাইল চিত্র
২০১৭ সালে মেয়েদের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে দিয়েছিল ভারত। কিন্তু সেই ম্যাচের কথা মনে রাখতে রাজি নন স্মৃতি মন্ধানারা। ভারতীয় ওপেনার স্মৃতি মনে রাখছেন ২০২১ সালের অস্ট্রেলিয়া সফরে তাঁদের ১-২ ব্যবধানে হেরে যাওয়ার কথা।
শনিবার মেয়েদের বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগে স্মৃতি বলেন, “আমরা সবাই জানি ২০১৭ সালে কি ঘটেছিল। আমার মনে হয় সেই ঘটনা মনে না রাখাই ভাল। আগামীকাল নতুন একটা দিন। ২০১৭ সালের কথা না হলেও আমাদের মধ্যে ২০২১ সালের অস্ট্রেলিয়া সফর নিয়ে কথা হয়েছে। ওখানে গিয়ে যে ক্রিকেট আমরা খেলেছি, যে ভাবে বল করেছি, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। সেটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।”
এ বারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেনি। অস্ট্রেলিয়ার কোচ ম্যাথু মট বলেন, “২০১৭ সালের হার আমাদের কাছে গুরুত্বহীন। আমরা সাধারণ একটা ম্যাচ হিসেবেই খেলব। সেমিফাইনালে এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে পারে এই ম্যাচ। ভারতীয় দল নিয়ে আমরা অনেক পড়াশোনা করেছি। ওরা খুব ভাল দল। শনিবার খুব ভাল খেলা হবে।”
আট দলের লিগ পর্বে চার নম্বরে রয়েছে ভারত। ৪ ম্যাচে তাদের সংগ্রহ চার পয়েন্ট। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। শনিবারের ম্যাচ জিততে পারলে ভারতের কাছে সুযোগ থাকবে লিগে তিন নম্বরে উঠে আসার।