নিলামে অজিঙ্ক রহাণে, মহম্মদ নবি, স্যাম বিলিংস, বাবা ইন্দ্রজিতের মতো ক্রিকেটারকে কিনেছে কলকাতা। আগে কলকাতায় খেলে যাওয়া প্যাট কামিন্স, নিতিশ রানা, শিবম মাভি, রিঙ্কু সিংহদের ফের এ বারের নিলামে কিনেছে কলকাতা।
ছবি: টুইটার থেকে
শুক্রবার নতুন জার্সি উন্মোচন করল কলকাতা নাইট রাইডার্স। দলের সিইও বেঙ্কি মাইসোর এবং অধিনায়ক শ্রেয়স আয়ার সেই জার্সি প্রকাশ করলেন। নেটমাধ্যমে এক অনুষ্ঠানে সেই জার্সি প্রকাশ করে কলকাতা।
বেগুনি রঙের জার্সিতেই দেখা যাবে কলকাতাকে। তবে এ বারের জার্সিতে সোনালি রঙের ছোঁয়া বেশি রয়েছে। জার্সির নীচের দিকের নকশায় বদল হয়েছে। এ বারের আইপিএলে কলকাতা দলের অধিনায়ক শ্রেয়স আয়ার। নিলামে ১২ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছে কলকাতা। সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী এবং বেঙ্কটেশ আয়ারকে আগে থেকে দলে রেখে দিয়েছিল তারা।
নিলামে অজিঙ্ক রহাণে, মহম্মদ নবি, স্যাম বিলিংস, বাবা ইন্দ্রজিতের মতো ক্রিকেটারকে কিনেছে কলকাতা। আগে কলকাতায় খেলে যাওয়া প্যাট কামিন্স, নিতিশ রানা, শিবম মাভি, রিঙ্কু সিংহদের ফের এ বারের নিলামে কিনেছে কলকাতা।
নিলামে কেনা অ্যালেক্স হেলসকে এ বারের আইপিএলে পাবে না কলকাতা। তাঁর বদলে অ্যারন ফিঞ্চকে দলে নিয়েছেন শ্রেয়সরা। অস্ট্রেলিয়ার অধিনায়ককে নেওয়ায় দলের শক্তি আরও বাড়বে বলেই মনে করছে কলকাতা।