Smriti Mandhana

Smriti Mandhana: আইসিসি ক্রমতালিকায় উত্থান স্মৃতির, ৫ নম্বরে উঠলেন ভারতীয় ব্যাটার

ভারতের মহিলাদের এক দিনের দলের অধিনায়ক মিতালি রাজ দ্বিতীয় স্থানেই রয়েছেন। তাঁর পয়েন্ট ৭৩৮।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৩
Share:

তালিকায় উঠলেন স্মৃতি ফাইল চিত্র

আইসিসি ক্রমতালিকায় উত্থান ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটার স্মৃতি মান্ধানার। তালিকায় দু’ধাপ উঠে প়ঞ্চম স্থানে এসেছেন তিনি। অন্য দিকে ভারতের মহিলাদের এক দিনের দলের অধিনায়ক মিতালি রাজ দ্বিতীয় স্থানেই রয়েছেন। তাঁর পয়েন্ট ৭৩৮। পাঁচ নম্বরে থাকা স্মৃতির পয়েন্ট ৭১০।

Advertisement

মহিলাদের এক দিনের ক্রিকেটে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। তাঁর পয়েন্ট ৭৪২। তৃতীয় ও চতুর্থ স্থানেও রয়েছেন দুই অস্ট্রেলীয়। তাঁরা হলেন যথাক্রমে বেথ মুনি (৭১৯ পয়েন্ট) ও অ্যামি সাদারওয়েট (৭১৭)।

এক দিনের ক্রিকেটে বোলারদের তালিকাতেও শীর্ষে অস্ট্রেলিয়া। এক নম্বরে থাকা পেসার জেস জোনাসেনের পয়েন্ট ৭৭৩। ৭২৭ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় পেসার ঝুলন গোস্বামী।

Advertisement

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে অজি এলিস পেরি। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে ভাল খেলায় তিনি ফের শীর্ষস্থান দখল করেছেন। তালিকায় রয়েছেন দুই ভারতীয়। ২৯৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন দীপ্তি শর্মা। ২৫১ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছেন ঝুলন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement