গত বছর অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলী। ছবি: টুইটার
এক দশক নেতৃত্ব দেওয়ার পরে গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলী। তার পর থেকে জল্পনা শুরু হয়েছে কে হবেন নতুন অধিনায়ক। এবি ডিভিলিয়ার্স আর খেলবেন না। তা হলে কি গ্লেন ম্যাক্সওয়েল? না কি অন্য কোনও ক্রিকেটারের দিকে নজর দেবে ফ্র্যাঞ্চাইজি? না কি ফের কোহলীকেই নিতে হবে দলের দায়িত্ব?
ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংহ অবশ্য জানিয়েছেন, কোহলী যদি ফের দলের অধিনায়ক হন তা হলে তিনি অবাক হবেন না। তিনি বলেন, ‘‘বড় বড় ক্রিকেটার থাকলেও আরসিবি এক বারও ট্রফি জিততে পারেনি। কোহলী নেতৃত্ব ছাড়ায় ওদের নতুন অধিনায়ক প্রয়োজন। ভারতীয়দের মধ্যে শ্রেয়স আয়ার ও ঈশান কিশন ভাল বিকল্প হতে পারে। দিল্লির হয়ে অধিনায়কত্ব করেছে শ্রেয়স। কিন্তু আমার মনে হয় কোহলীকেই ফের দায়িত্ব নিতে হতে পারে। কারণ ওর থেকে ভাল অধিনায়ক আরসিবি পাবে না।’’
মাত্র তিন জন ক্রিকেটার ধরে রাখায় আসন্ন নিলামে বেশ কিছু নতুন ক্রিকেটার যোগ দিতে পারে দলে। তাদের দলের সঙ্গে মানিয়ে নেওয়া ও তরুণ ক্রিকেটারদের তৈরি করার কাজ করতে হবে। সে ক্ষেত্রেও কোহলীর উপরেই ভরসা রাখছেন হরভজন। তিনি বলেন, ‘‘আগামী ১-২ মরসুম কোহলী যদি আরসিবি-কে নেতৃত্ব দেয় তা বলে আমি অবাক হব না। কারণ পুরো দলকে গড়ে তুলতে হবে। সে ক্ষেত্রে এক জন ভাল নেতা চায়। সেটা কোহলীর থেকে ভাল কেউ নেই।’’
চলতি মরসুমে নিলামে এমন কয়েক জন বিদেশি ক্রিকেটার থাকবেন যাঁরা অধিনায়ক হিসাবে সফল। হরভজন মনে করেন ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ বা অইন মর্গ্যান ভাল বিকল্প হতে পারেন। তিনি বলেন, ‘‘ওয়ার্নার আইপিএল-এ সফল। ফিঞ্চ আইপিএল-এ ততটা সফল না হলেও জাতীয় দলকে বিশ্বকাপ দিয়েছেন। মর্গ্যানের অধিনায়কত্বে আমি খেলেছি। বিদেশি অধিনায়কের কথা ভাবলে এই তিন জনের দিকে নজর দিতে পারে আরসিবি।’’