Smriti Mandhana

Smriti Mandhana: ভারতের জন্য সুখবর, বিশ্বকাপে খেলতে পারবেন মাথায় চোট পাওয়া স্মৃতি মন্ধানা

স্মৃতি চোট পেয়ে উঠে গেলেও ম্যাচ জিততে সমস্যা হয়নি ভারতের। ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৪ করে ভারতের মেয়েরা। হরমনপ্রীত কউর শতরান ও যস্তিকা ভাটিয়া ৫৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ২৪২ রান করতে পারে দক্ষিণ আফ্রিকা। স্পিনার রাজেশ্বরী গায়গোয়াড় ১০ ওভারে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন। ২ রানে ম্যাচ জেতে ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০৩
Share:

প্রস্তুতি ম্যাচে মাথায় চোট পান স্মৃতি ফাইল চিত্র

প্রস্তুতি ম্যাচে মাথায় চোট পেয়েছিলেন ভারতের মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মন্ধানা। তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় ছিল। অবশেষে স্বস্তির খবর ভারতীয় সমর্থকদের জন্য। স্মৃতিকে খেলার ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। অর্থাৎ বিশ্বকাপে খেলতে পারবেন তিনি।

Advertisement

বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার পেসার শবনম ইসমাইলের বাউন্সারে মাথায় চোট পান স্মৃতি। সঙ্গে সঙ্গে মাঠে তাঁকে পরীক্ষা করে দেখেন চিকিৎসকরা। স্মৃতি ফের খেলা শুরু করেন। কিন্তু দেড় ওভার পরে কিছুটা সমস্যা হওয়ায় উঠে যান তিনি।

পরে তাঁর মাথার স্ক্যান করা হয়। সেখানে দেখা যায় কোনও সমস্যা নেই। মাথায় চোটের পরে খুব বেশি সমস্যা হয়নি স্মৃতির। সাজঘরে ফিরে কিছু ক্ষণ বিশ্রাম নেওয়ার পরে সুস্থ হয়ে ওঠেন তিনি। তাঁর শারীরিক অবস্থা দেখে তাঁকে খেলার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা।

Advertisement

স্মৃতি চোট পেয়ে উঠে গেলেও ম্যাচ জিততে সমস্যা হয়নি ভারতের। ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৪ করে ভারতের মেয়েরা। হরমনপ্রীত কউর শতরান ও যস্তিকা ভাটিয়া ৫৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ২৪২ রান করতে পারে দক্ষিণ আফ্রিকা। স্পিনার রাজেশ্বরী গায়গোয়াড় ১০ ওভারে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন। ২ রানে ম্যাচ জেতে ভারত।

৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হতে চলেছে মেয়েদের বিশ্বকাপ। ৬ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন মিতালি রাজরা। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement