রোহিতদের ম্যাচ ঘিরে সংশয়। —ফাইল চিত্র
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কি সিরিজ় জেতা হবে না রোহিত শর্মাদের। হায়দরাবাদে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে সংশয় দেখা দিয়েছে। রবিবার হায়দরাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগের ম্যাচেই নাগপুরে বৃষ্টির কারণে আট ওভার করে খেলা হয়েছিল। রবিবার কি আবার বৃষ্টি বিঘ্ন ঘটাবে রোহিতদের খেলায়!
আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার হায়দরাবাদে সারা দিন ধরেই আকাশ মেঘলা থাকবে। বিকেল পাঁচটার পরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির জেরে কিছুটা হলেও খেলায় বিঘ্ন ঘটতে পারে। দিনের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আকাশ মেঘলা থাকায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেটকাই বেশি থাকবে।
হায়দরাবাদ ক্রিকেট সংস্থা অবশ্য জানিয়েছে, বৃষ্টি যদি হয় তা হলে যত দ্রুত সম্ভব মাঠ খেলার উপযুক্ত করার সব রকম বন্দোবস্ত রয়েছে। গত কয়েক দিনে বিশেষ বৃষ্টি হয়নি। তাই খুব একটা সমস্যা হবে না বলেই জানিয়েছে তারা।
দ্বিতীয় ম্যাচের আগে নাগপুরে লাগাতার বৃষ্টি হয়েছিল। মাঠ ভিজে থাকায় খেলা শুরু করতে দেরি হয়। এক সময় মনে হয়েছিল, খেলা হয়তো হবেই না। কিন্তু শেষ পর্যন্ত আট ওভার করে খেলা হয়। অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ়ে সমতা ফেরান রোহিতরা। এখন দেখার, তৃতীয় ম্যাচে কোনও সমস্যা হয় কি না।