India vs England 2024

রাঁচীতে জেতার দু’দিন পর সুখবর পেল ভারত, শেষ টেস্টের আগে খুশির আবহ রোহিতের দলে

০-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পরেও টেস্ট সিরিজ় জয় নিশ্চিত করেছেন রোহিতেরা। রাঁচীতে দলকে জয় এনে দিয়েছেন তরুণ ক্রিকেটারেরা। তার সুফল পেল ভারতীয় শিবির।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৮
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

চাপ সামলে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচী টেস্ট জয়ের সুফল পেল ভারতীয় শিবির। ওই টেস্ট জয়ের দু’দিন পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেস্ট ক্রিকেটের নতুন যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ভারতীয় ক্রিকেটারদের।

Advertisement

শুভমন গিল, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটারেরা ক্রমতালিকায় উন্নতি করেছেন। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক যশস্বী তিন ধাপ এগিয়ে ব্যাটারদের ক্রমতালিকায় উঠে এসেছেন ১২তম স্থানে। এই তালিকায় চার ধাপ এগিয়ে শুভমন রয়েছেন ৩১তম স্থানে। রাঁচী টেস্টের সেরা ক্রিকেটার উইকেটরক্ষক-ব্যাটার জুরেল রয়েছেন ব্যাটারদের ক্রমতালিকায় ৬৯তম স্থানে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে না খেলা বিরাট কোহলি দু’ধাপ নেমে নবম স্থানে রয়েছেন। ভারতীয় দলের অধিনায়ক এক ধাপ নেমে রয়েছেন ১৩তম স্থানে। আবার এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকা ঋষভ পন্থ ১৪তম স্থান ধরে রেখেছেন টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায়। এই তালিকার শীর্ষে রয়েছেন নিউ জ়িল্যান্ডের কেন উইলিয়ামসন।

টেস্ট ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন যশপ্রীত বুমরা। চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিনও। রবীন্দ্র জাডেজা আগের মতোই ষষ্ঠ স্থানে আছেন। কুলদীপ যাদব ১০ ধাপ এগিয়ে রয়েছেন ৩২তম স্থানে। টেস্টে অলরাউন্ডারদের ক্রমতালিকায় প্রথম ১০ জনের মধ্যে তিন জনই ভারতের। প্রথম এবং দ্বিতীয় স্থান ধরে রেখেছেন যথাক্রমে জাডেজা এবং অশ্বিন। এক ধাপ নেমে পঞ্চম স্থানে অক্ষর পটেল।

Advertisement

ক্রমতালিকায় উন্নতি করেছেন ইংল্যান্ডের একাধিক ক্রিকেটারও। ওপেনার জ্যাক ক্রলি ব্যাটারদের ক্রমতালিকায় ১০ ধাপ এগিয়ে ১৭তম স্থানে রয়েছেন। দু’ধাপ এগিয়ে তৃতীয় স্থানে আছেন জো রুট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement