শুভমন গিল। ছবি: পিটিআই।
বৃহস্পতিবার জোরদার অনুশীলন করেছিলেন। শুক্রবার লখনউয়ের নেটে দেখা গেল না রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরাদের। তাঁরা অনুশীলনে এলেন না। তবে শুভমন গিল, ঈশান কিশনের মতো তরুণ তুর্কিরা চুটিয়ে অনুশীলন করলেন। অনুশীলনে একাধিক জিনিস দেখা গেল, যা দল নির্বাচন নিয়ে বিভিন্ন সম্ভাবনার কথা তুলে দিতে পারে।
এ বছর এক দিনের ক্রিকেটে পাঁচটি শতরান করেছেন শুভমন। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে ডেঙ্গির কারণে খেলতে পারেননি। পরের তিনটি ম্যাচে একটি অর্ধশতরান ছাড়া বলার মতো কিছু নেই। ফর্মে ফিরতে অনেক ক্ষণ অনুশীলন করলেন তিনি। লখনউয়ের রোদে ঘামতে ঘামতেও উঠে গেলেন না নেট ছেড়ে। ইংল্যান্ডের বোলিং আক্রমণ সেরা এমনটা কেউ দাবি করেননি। তাই ফর্মে ফিরতে এর চেয়ে ভাল প্রতিপক্ষ পাওয়া যাবে না বলে মত বিশেষজ্ঞদের। শুক্রবার শুভমনকে প্রচুর শর্ট বল খেলতে দেখা গেল। এই ধরনের শট তিনি খেলতে পছন্দ করেন।
ঐচ্ছিক অনুশীলনে হাজির ছিলেন ঈশান কিশন, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি এবং কুলদীপ যাদব। রিজ়ার্ভ ওপেনার কিশানকে অনেক ক্ষণ নেটে ব্যাট করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, ভারতের বোলারদেরও ব্যাট হাতে দেখা গিয়েছে। দ্রুত উইকেট পড়ে গেলে বা রান তাড়া করার ক্ষেত্রে প্রথম সারির ব্যাটারদের কোনও সঙ্গী দরকার হলে যাতে বোলারেরাও ব্যাট করতে পারেন, সেই লক্ষ্যেই অনুশীলন চলেছে। শামি নিজে বোলিংয়ের পর ব্যাট হাতেও অনুশীলন করেন। একই কাজ করেন শার্দূল এবং কুলদীপ।
শেষের দিকে কোচ রাহুল দ্রাবিড় দীর্ঘ ক্ষণ লাল মাটির পিচ দেখেন। কিন্তু কেউই কোনও মন্তব্য করেননি। অনেকেরই ধারণা, দলে অশ্বিন আসতে পারেন।