ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার। —ফাইল চিত্র
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন শিবম দুবে। তাঁর ৬০ রান জিতিয়েছে দলকে। আফগানিস্তান সিরিজ়ে ভাল খেললেই কি বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে যাবেন শিবম? না। তিনি জানেন, বিশ্বকাপের দলে জায়গা পেতে আইপিএলেও ভাল খেলতে হবে তাঁকে। সেই কারণে আইপিএলকে পাখির চোখ করেছেন শিবম।
আফগানিস্তানের বিরুদ্ধে ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামার আগে শিবম বলেন, ‘‘আফগানিস্তানের বিরুদ্ধ আর দুটো ম্যাচ আছে। বিশ্বকাপের আগে আর কোনও আন্তর্জাতিক সিরিজ় নেই। সেই কারণে আইপিএল খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আইপিএলে ভাল খেলতে পারলে তবেই বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া যাবে। তাই সেখানে ভাল করতে চাই।’’
বিশ্বকাপের দলে সুযোগ পেতে চাইলেও এখন থেকে বেশি চাপ নিতে নারাজ শিবম। একটি করে ম্যাচ ধরে এগোতে চান তিনি। শিবম বলেন, ‘‘প্রত্যেক ক্রিকেটারের লক্ষ্য থাকে দেশের হয়ে বিশ্বকাপ খেলা। আমারও আছে। কিন্তু তার জন্য বেশি চাপ নিতে চাই না। একটা করে ম্যাচ ধরে এগোতে চাই। নিজের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই। আশা করি সফল হব।’’
বেশি আন্তর্জাতিক ম্যাচ না থাকায় আফগানিস্তানের বিরুদ্ধে বাকি দু’টি ম্যাচে কি দলে বদল দেখা যেতে পারে? এই বিষয়ে শিবম বলেন, ‘‘দলের একটা নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী প্রথম একাদশ ঠিক হবে। দ্রাবিড় স্যর ও রাহুল ভাইয়ের দায়িত্ব সেটা। আমার কাজ ভাল খেলা। সেটাই করার চেষ্টা করব।’’