নায়ক: পশ্চিমাঞ্চলের ভরসা এখন দুবে। ছবি: বিসিসিআই।
চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে খেলার ধরনই পাল্টে গিয়েছিল তাঁর। আইপিএলে অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন শিবম দুবে। সেই ছন্দ বজায় রেখেছেন দেওধর ট্রফিতেও।
উত্তরাঞ্চলের বিরুদ্ধে রবিবার ৭৮ বলে ৮৩ রানে অপরাজিত থেকে পশ্চিমাঞ্চলকে জেতান শিবম। ম্যাচ শেষে বিসিসিআই ডট টিভির একটি সাক্ষাৎকারে দুবে জানান, ধোনির পরামর্শই পরিণত করেছে তাঁকে।
দুবে বলেছেন, ‘‘সিএসকে-তে খেলার সুবাদে মাহি ভাইয়ের থেকে অনেক পরামর্শ পাই। অনেক কথাই আমাকে বলেছে। সবটা এখানে বলছি না। তবে মাহি ভাই বলেছে শেষ পর্যন্ত ক্রিজ়ে থেকে ম্যাচ বার করে আনতে। ব্যাট হাতে আমি যে ম্যাচ জেতাতে পারি, সেই বিশ্বাস ছিল। নিজের উপরে আস্থা রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দিত মাহি ভাই।’’
চেন্নাই সুপার কিংস তারকা সেখানেই না থেমে আরও যোগ করেন, ‘‘আমি ফিনিশারের ভূমিকায় খেলতেই পছন্দ করি। মাহি ভাইয়ের সেই পরামর্শ আমাকে অনেকটা পরিণত করেছে। রাতারাতি বদলে দিয়েছে ক্রিকেট দর্শন।’’
ভারতীয় দল থেকে বাদ পড়ার পর থেকে হতাশ হয়ে পড়েছিলেন দুবে। কিন্তু সিএসকে দলে যোগ দেওয়ার পর থেকেই আবারও আগের ছন্দে ফিরতে শুরু করেছে। দুবের কথায়, ‘‘আমি চেষ্টা করি খারাপ বলের ফায়দা তোলার। আমরা যে পিচে খেলেছি, সেখানে নেমেই বড় শট নেওয়া সম্ভব নয়। আমি শুরুর দিকে বেশি আক্রমণ করিনি। উইকেটে থিতু হওয়ার পর থেকে বড় শট নিতে শুরু করি।’’
পশ্চিমাঞ্চল তাঁকে ফিনিশারের দায়িত্ব দিয়েছে। তাই এ ধরনের ম্যাচ বার করার পরে উৎসবে ভাসতে চান না তিনি। দুবের কথায়, ‘‘আমি এমন কিছু করিনি যাতে উৎসবে ভেসে যেতে হবে। দলকে জেতানোই আমার দায়িত্ব। সেই দায়িত্বই পালন করেছি। চেন্নাইয়ের হয়ে যে ভূমিকায় খেলেছি, এখানে একই ভূমিকা পালন করছি।’’
গত বারের আইপিএলে বল করতে খুব একটা দেখা যায়নি দুবেকে। দেওধর ট্রফিতে তিনি বল করছেন। শেষ ম্যাচে চার ওভারে ১৯ রান দিয়েছেন। সিএসকে তারকার কথায়, ‘‘ব্যাটিংয়ের মতো বোলিংয়ে আগের সেই ছন্দ ফেরাতে চাই। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও জোর দিচ্ছি। আশা করি, খুব তাড়াতাড়ি আগের ছন্দে বল করতে পারব।’’