Jay Shah

বোর্ড নিরুত্তাপ, তবে জয় শাহের বিকল্প খুঁজে নিল এশীয় ক্রিকেট সংস্থা, কে হলেন নতুন সভাপতি?

আইসিসি-র চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। ছাড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব এবং এশীয় ক্রিকেট সংস্থার সভাপতি পদ। এসিসি-তে নতুন সভাপতি হলেন শ্রীলঙ্কা শাম্মি সিলভা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ২২:০৮
Share:

জয় শাহ। — ফাইল চিত্র।

১ ডিসেম্বর থেকে আইসিসি-র চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। তবে সে জন্য তাঁকে ছাড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব এবং এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি) সভাপতি পদ। ভারতীয় বোর্ডে না হলেও, এসিসি-তে জয় শাহের বিকল্প খুঁজে পাওয়া গেল। নতুন সভাপতি হলেন শ্রীলঙ্কা শাম্মি সিলভা।

Advertisement

এসিসি-তে আগে অর্থ এবং বিপণন দফতরের চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন সিলভা। নতুন দায়িত্ব নিয়ে তিনি বলেছেন, “এসিসি-কে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত। ক্রিকেট এশিয়ার হৃৎস্পন্দন। খেলাটার উন্নতির জন্য সকল সদস্যের সঙ্গে নিবিড় ভাবে কাজ করতে চাই এবং ভবিষ্যতের প্রতিভা তুলে আনতে চাই।”

জয় শাহেরও প্রশংসা করেছেন তিনি। বলেছেন, “জয় শাহের নেতৃত্বে এসিসি অনেক মাইলফলক তৈরি করেছে। ২০২৪-৩১ এশিয়া কাপের জন্য সর্বোচ্চ দামে সম্প্রচারস্বত্ব বিক্রি করেছেন। প্রতিযোগিতার গঠন, উন্নয়ন এবং সমৃদ্ধিতে নতুন নতুন উদ্ভাবন দেখা গিয়েছে।”

Advertisement

গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব নিয়েছেন সিলভা। পরের বছর এশিয়া কাপের আগে যাবতীয় কাজ করতে হবে তাঁকে। পাশাপাশি এশিয়াকে বাকি বিশ্বের মধ্যে শক্তিশালী করে তোলার ক্ষেত্রেও ভূমিকা নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement