Shakib Al Hasan

Shakib Al Hasan: সন্তানরা হাসপাতালে, তবু দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে ফিরবেন শাকিব

জানা গিয়েছে, শাকিবের পরিবারের বেশ কয়েক জন অসুস্থ। তার মধ্যে তাঁর সন্তানরাও রয়েছে। হাসপাতালে ভর্তি তাঁরা। খবর পেয়ে প্রথমে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন শাকিব। কিন্তু পরে নিজের মত বদল করেন তিনি। জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলার পরেই দেশে ফিরবেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মার্চ ২০২২ ১০:০১
Share:

পারিবারিক সমস্যার মধ্যেও খেলবেন শাকিব ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান। সেখানে বসেই খবর পেয়েছেন তাঁর পরিবারের বেশ কয়েক জন সদস্য হাসপাতালে ভর্তি। তার পরেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে খেলতে নামবেন শাকিব

Advertisement

জানা গিয়েছে, শাকিবের পরিবারের বেশ কয়েক জন অসুস্থ। তার মধ্যে তাঁর সন্তানরাও রয়েছে। হাসপাতালে ভর্তি তাঁরা। খবর পেয়ে প্রথমে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন শাকিব। কিন্তু পরে নিজের মত বদল করেন তিনি। জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলার পরেই দেশে ফিরবেন।

বাংলাদেশ দলের ডিরেক্টর খালেদ মাহমুদ বলেছেন, ‘‘পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি থাকায় শাকিব চিন্তায় ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে ও কথা বলে। প্রথমে ভেবেছিল ঢাকায় ফিরে যাবে। তার জন্য গত কয়েক দিনে আমাদের বেশ কয়েক বার বিমানের টিকিট কাটতে হয়েছে। কিন্তু শাকিব এখন ফিরবে না বলে জানিয়েছে।’’

Advertisement

মাহমুদ আরও জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে শাকিবকে কোনও চাপ দেওয়া হয়নি। তিনি বলেন, ‘‘ও নিজেই সিদ্ধান্ত নিয়েছে। সত্যিই ও প্রথমে বলেছিল দেশে ফিরে যাবে। কিন্তু তার কিছু ক্ষণ পরেই ও সিদ্ধান্ত বদল করে। তৃতীয় এক দিনের ম্যাচ খেলে দেশে ফিরবে শাকিব।’’ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচের সিরিজ এই মুহূর্তে ১-১ ব্যবধানে রয়েছে। বুধবার সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে দু’দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement