শাকিবের সামনে নতুন লড়াই। ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই নতুন লিগে খেলতে নেমে পড়বেন শাকিব আল হাসান। আবু ধাবি টি১০ লিগে খেলবেন বাংলাদেশের অধিনায়ক। বাংলা টাইগার্সকে দলকে নেতৃত্ব দেবেন শাকিব। শুক্রবার দলের তরফে এই ঘোষণা করা হয়েছে। নভেম্বরে এই লিগ শুরু হবে।
ভারতের প্রাক্তন বোলার এস শ্রীসন্থকে দলের মেন্টর করা হয়েছে। কোচ হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার আফতাব আহমেদ। সহকারী কোচ নাজমুল আবেদিন ফাহিম। দলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার এভিন লিউইস, নিউজিল্যান্ডের কলিন মুনরো, পাকিস্তানের প্রাক্তন বোলার মহম্মদ আমির, শ্রীলঙ্কার জোরে বোলার মাথিশা পাথিরানা রয়েছেন।
সম্প্রতি এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসাবে নির্বাচিত করা হয়েছে শাকিবকে। আবু ধাবি টি১০ লিগে আগেও অংশ নিয়েছেন শাকিব। প্রথম মরসুমে খেলেছিলেন কেরল নাইটসের হয়ে। তবে শ্রীসন্থ আগে কোনও দিন কোচিং করাননি। এটাই তাঁর প্রথম দায়িত্ব।
টি-টোয়েন্টিতে শাকিবের রেকর্ড বেশ ভাল। ৩৬৭ ম্যাচে ৫৯৭৪ রান রয়েছে। পাশাপাশি ৪১৮টি উইকেটও নিয়েছেন। গত বার আবু ধাবি টি১০ লিগে তৃতীয় স্থান শেষ করেছিল বাংলা টাইগার্স। ১০টি ম্যাচের মধ্যে ছ’টিতে জিতেছিল তারা।