তিন উইকেট নিলেন আফ্রিদি। ছবি: টুইটার থেকে
রোহিত শর্মা। লোকেশ রাহুল। বিরাট কোহলী। ভারতের প্রথম তিন ব্যাটারকেই ফিরিয়ে দিলেন শাহিন শাহ আফ্রিদি। ম্যাচের আগেই জানিয়েছিলেন তাঁর পরিকল্পনার কথা। ম্যাচে সেটাই করে দেখালেন পাকিস্তানের পেসার।
ভারতের তিন তারকা ব্যাটারকে ফিরিয়ে আফ্রিদি বলেন, “আমার পরিকল্পনা কাজে লেগেছে বলে ভাল লাগছে। গত কাল নেটে সুইং বল অনুশীলন করছিলাম। সুইং না করলে আমার পক্ষে খুব মুশকিল। শুরুতেই উইকেট এনে দিতে পারলে দলের সুবিধা হত। সেটাই করতে পেরেছি। বল ব্যাটে আসছে, আশা করি আমরা জিতব।”
প্রথম বলেই আউট হন রোহিত। আফ্রিদির বলের সুইং বুঝতে না পেরে এলবিডব্লিউ হন ভারতের সহ-অধিনায়ক। সুইং বুঝতে না পেরে বোল্ড হন রাহুল। তিনি যে বলে আউট হন তা যে কোনও ব্যাটারের পক্ষেই খেলা কঠিন ছিল। কোহলীর উইকেট তিনি নিলেও তত ক্ষণে অর্ধশতরান করে ফেলেছেন ভারত অধিনায়ক। আফ্রিদির বলে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন কোহলী।
ভারতের অন্যতম সেরা তিন ব্যাটারের উইকেট নিয়ে স্বপ্নপূরণ করলেন বাঁ-হাতি পেসার। দলকে জেতানোর জন্য তাঁর কাজ করে দিয়েছেন। এ বার ভরসা রাখছেন বাবর আজমদের উপর।