শাহিন আফ্রিদি। — ফাইল চিত্র।
গত বিশ্বকাপের পর বাবর আজ়ম সরে গিয়েছিলেন। তার পর টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়েছিল শাহিন আফ্রিদিকে। চার মাসের মধ্যেই সেই দায়িত্ব যেতে চলেছে তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই শাহিনকে সরিয়ে ফেলা হবে বলে খবর পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে। শোনা যাচ্ছে, বাবরকেই আবার দায়িত্বে ফিরিয়ে আনা হতে পারে।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ১-৪ ফলে হেরেছিল পাকিস্তান। সেই সিরিজ়ের নেতৃত্ব দিয়েছিলেন শাহিন। এ বারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শাহিনের নেতৃত্বাধীন লাহোর কলন্দর্স ১০টি ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে। তিন পয়েন্ট নিয়ে সবার তলায় শেষ করেছে। এতেই প্রশ্ন উঠে গিয়েছে শাহিনের নেতৃত্ব দেওয়ার দক্ষতা নিয়ে।
পাকিস্তানের এক ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, বাবরকে আবার দায়িত্বে ফিরিয়ে আনা হতে পারে। তিনি রাজি না হলে মহম্মদ রিজ়ওয়ানকে দায়িত্ব দেওয়া হতে পারে। দু’জনেই পিএসএলে ভাল ভাবে নেতৃত্ব দিয়েছেন। রিজওয়ানের মুলতান সবার উপরে এবং বাবরের পেশওয়ার দ্বিতীয় স্থানে শেষ করেছে।
পাক বোর্ডের নতুন চেয়ারম্যান মহসিন নকভি টি-টোয়েন্টিতে নেতৃত্ব বদলের ইঙ্গিত দিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। শাহিনের বয়স এবং অভিজ্ঞতা কম বলেই তাঁকে ছেঁটে ফেলার কথা ভাবা হচ্ছে। অনেকে আবার জানিয়েছেন, বিশ্বকাপের আগে নেতৃত্বে বদল হলে তাতে নেতিবাচক প্রভাব পড়বে।