সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে সৌরাষ্ট্র। কিন্তু প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয় শুরু হয়। সৌরাষ্ট্রের প্রথম সাত জন ব্যাটার দুই অঙ্কে পৌঁছতে পারেননি। বাংলার বোলারদের দাপটে নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়তে থাকে। ৩৭ রানে ৭ উইকেট পড়ে যায় তাদের।
জিতলেন রুমেলিরা ফাইল চিত্র
মহিলাদের টি২০ লিগে দুরন্ত প্রত্যাবর্তন করল বাংলা। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে হারতে হলেও দ্বিতীয় ম্যাচে সৌরাষ্ট্রকে ১০ উইকেটে হারালেন রুমেলি ধররা। বল হাতে তিন উইকেট নিলেন শ্রেয়সী আইচ। পরে ব্যাট হাতে অর্ধশতরান করলেন দীপ্তি শর্মা। এই দু’জনের দাপটে সহজে ম্যাচ জিতল বাংলা।
সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে সৌরাষ্ট্র। কিন্তু প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয় শুরু হয়। সৌরাষ্ট্রের প্রথম সাত জন ব্যাটার দুই অঙ্কে পৌঁছতে পারেননি। বাংলার বোলারদের দাপটে নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়তে থাকে। ৩৭ রানে ৭ উইকেট পড়ে যায় তাদের। শেষ পর্যন্ত আট ও ন’নম্বর ব্যাটার ৪০ রান যোগ করেন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রানে শেয হয় তাদের ইনিংস।
সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম থেকেই নিয়ন্ত্রিত বোলিং করলেন বাংলার মেয়েরা। রুমেলি ধর, তিতাস সাধু, দীপ্তি, শ্রেয়সী, গৌহর সুলতানাদের সামনে বিশেষ সুবিধা করতে পারছিলেন না বিপক্ষ দলের ব্যাটাররা। শ্রেয়সী ৩, দীপ্তি ২ এবং তিতাস ও গৌহর ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪.২ ওভারে জয় তুলে নেয় বাংলা। দুই ওপেনার মিতা পাল ও দীপ্তি মিলে ৭৯ রান করেন। দীপ্তি ৫০ ও মিতা ২৫ রান করে অপরাজিত থাকেন। ১০ উইকেটে ম্যাচ জেতে বাংলা।