Cheteshwar Pujara

Cheteshwar Pujara: কাউন্টিতে দ্বিশতরান, আজহারের ২৮ বছরের পুরনো নজির ছুঁলেন পুজারা

প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ১৪টি দ্বিশতরান হল পুজারার। তার সঙ্গে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকরাকে টপকে গেলেন তিনি। এশিয়ার ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সব থেকে বেশি দ্বিশতরান এখন পুজারার দখলে।  

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ১২:১৫
Share:

আজহারের নজির ছুঁলেন পুজারা ছবি: টুইটার

কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে দ্বিশতরান করেছেন চেতেশ্বর পুজারা। সেই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা ৫২ ইনিংস ধরে চলা শতরানের খরা কাটিয়েছেন তিনি। শুধু তাই নয়, কাউন্টি ক্রিকেটে মহম্মদ আজহারউদ্দিনের করা নজির ছুঁয়েছেন পুজারা।
আজহারের পরে পুজারা হলেন দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার যাঁর কাউন্টিতে দ্বিশতরান রয়েছে। ১৯৯১ সালে লিস্টারশায়ারের বিরুদ্ধে ২১২ ও ১৯৯৪ সালে ডারহামের বিরুদ্ধে ২০৫ রান করেন আজহার। দু’টি ইনিংসই তিনি খেলেন ডার্বিশায়ারের হয়ে। তার পর থেকে এত দিন কোনও ভারতীয় ক্রিকেটার কাউন্টিতে দ্বিশতরান করতে পারেননি।

Advertisement

প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ বার ২০২০ সালের জানুয়ারিতে কর্নাটকের বিরুদ্ধে শতরান করেছিলেন পুজারা। সেটিও অবশ্য দ্বিশতরান ছিল। ২৪৮ রান করেন সৌরাষ্ট্রের এই ব্যাটার। এই দুই দ্বিশতরানের মাঝে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০.৩৬ গড়ে ১৫১৮ রান করেন পুজারা। ১৪টি অর্ধশতরান করলেও শতরান আসেনি তাঁর ব্যাট থেকে।

প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ১৪টি দ্বিশতরান হল পুজারার। তার সঙ্গে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকরাকে টপকে গেলেন তিনি। এশিয়ার ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সব থেকে বেশি দ্বিশতরান এখন পুজারার দখলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement