Cricket Australia

Cricket Australia: ফাঁস নথি, অস্বস্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এক জনপ্রিয় ক্রিকেটার কোকেন সেবন করে নগ্ন হয়ে হোটেলের ব্যালকনিতে কয়েকজন মহিলার সঙ্গে নেচেছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ০৪:৩৭
Share:

প্রতীকী ছবি

চলতি অ্যাশেজ সিরিজ়ে মাঠে প্যাট কামিন্সরা ঝ়ড় তুললেও বিতর্ক ক্রমশ তাড়া করে চলেছে অস্ট্রেলিয়া ক্রিকেটকে। টিম পেন-বিতর্কের রেশ কাটতে না কাটতে প্রকাশ্যে চলে এল আরও এক বিস্ফোরক ঘটনা।

Advertisement

রবিবার অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এক জনপ্রিয় ক্রিকেটার কোকেন সেবন করে নগ্ন হয়ে হোটেলের ব্যালকনিতে কয়েকজন মহিলার সঙ্গে নেচেছিলেন। যদিও সেই ক্রিকেটারের নাম ফাঁস করা হয়নি। ওই সংবাদপত্র জানিয়েছে, তাদের কাছে ফোনে কথাবার্তার একটি রেকর্ডিং এসেছে যেখানে একজন মহিলা নিজেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার উচ্চ শ্রেণির সহচর বলে দাবি করেছেন। তিনি কথা বলছিলেন বোর্ডের প্রাক্তন ইন্টিগ্রিটি প্রধান শন ক্যারলের সঙ্গে। সেখানেই ওই মহিলা সেই ঘটনার কথা জানান।

যা ফাঁস হওয়ায় ফের অস্বস্তিতে পড়েছে কামিন্সদের বোর্ড। পরিস্থিতি সামাল দিতে সাহায্য নেওয়া হয়েছে পুলিশের। বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার নিক হকলি জানিয়েছেন, এ ধরনের গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়া অপরাধ। তাই পুলিশের সাহায্য নেওয়া হয়েছে।

Advertisement

হকলি বলেছেন, “খবরটা আমিও পড়েছি। কিন্তু এই ঘটনা তো অপ্রমাণিত।” আরও যোগ করেছেন, “আমি বলব, যে কোনও ধরনের গোপন নথি ফাঁস করাটাই এক ধরনের অপরাধ। আমরা এই বিষয়ে পুলিশকে সবকিছু জানিয়েছি। তারা আমাদের সহায়তা করার আশ্বাস দিয়েছে।” তবে চরম সতর্কতা বজায় রাখার পরেও কী করে এমন একটি তথ্য চলে গেল সংবাদমাধ্যমের হাতে, তা নিয়ে বিস্ময়প্রকাশ করেছেন হকলি। তিনি বলেছেন, “বিশ্বস্ত লোকজনরাই এই ধরনের বিষয়গুলি দেখভাল করে থাকেন। তাঁদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। নিয়মিত ভাবে এই গোপন বিষয়গুলি সুরক্ষিত রয়েছে কি না, তা খতিয়ে দেখাও হয়। তার পরেও এটা কী করে হল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement