বিতর্কে জড়ালেন মঞ্জরেকর। ছবি: টুইটার।
পাকিস্তান ম্যাচে টস জিতে ভারত কী করবে, তা জানতে মিনিট দুয়েক অপেক্ষা করতে হল ক্রিকেটপ্রেমীদের। রোহিত শর্মার সিদ্ধান্ত জানতে পারলেন না ম্যাচ রেফারি জেফ ক্রো, পাকিস্তান অধিনায়ক বাবর আজমও। কোনও প্রযুক্তিগত সমস্যা নয়। রোহিতের সিদ্ধান্ত জিজ্ঞেস করতে ভুলেই গেলেন ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর!
ম্যাচ রেফারির নির্দেশ পেয়ে শূন্যে কয়েন ছুড়ে দিলেন রোহিত। বাবর বললেন টেল। মাটিতে কয়েন পড়তে দেখা গেল টস জিতেছেন রোহিত। এর পরে টস-জয়ী রোহিতকে প্রশ্ন করতে শুরু করলেন মঞ্জরেকর। টস নিয়ে কতটা চিন্তিত ছিলেন, কারা কারা খেলছেন। কিন্তু টস জিতে ভারত প্রথমে কী করবে, তা জিজ্ঞেস করতে বেমালুম ভুলে গেলেন মঞ্জরেকর। ভারত প্রথমে ব্যাট করবে না বল করবে, তা জানতে তখন উদগ্রীব গোটা স্টেডিয়াম। টেলিভিশনের সামনে বসা দর্শকরাও বুঝতে পারছেন না কী হচ্ছে। অথচ, সে প্রশ্নে গেলেনই না মঞ্জরেকর!
রোহিতকে প্রশ্ন শেষ করে যখন বাবরকে প্রশ্ন করতে যাবেন, তখন সম্ভবত পাশ থেকে কেউ তাঁকে ভুল ধরিয়ে দেন। হেসে পরিস্থিতি সামলে রোহিতকে প্রশ্ন করেন মঞ্জরেকর, ‘‘সকলে অপেক্ষা করছেন তোমার সিদ্ধান্ত জানার জন্য।’’ হেসে ফেলেন রোহিতও। উত্তর দেন, ‘‘প্রথমে বোলিং করব আমরা।’’ এর পর বাবরের সঙ্গে পাকিস্তান দল নিয়ে কথা বলার সময়ও কথা জড়িয়ে যায় তাঁর। ভুল দল ঘোষণা করে বসেন।
ধারাভাষ্যকার মঞ্জরেকর বেশ কয়েক বার বিতর্কে জড়িয়েছেন। ভারতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এ বার টসের সময় আসল কাজটা করতেই ভুলে গেলেন তিনি। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে ক্রিকেটপ্রেমীদের হাসির খোরাক জুগিয়ে দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার।