Ranji Trophy 2024-25

সচিন-পুত্র অর্জুনের ৫ উইকেট, রঞ্জি ট্রফিতে ৮৪ রানে শেষ অরুণাচলের ইনিংস

রঞ্জি ট্রফির ম্যাচে দাপট দেখালেন বোলার অর্জুন। প্রতিপক্ষ অরুণাচলের প্রথম পাঁচ ব্যাটারকেই আউট করেন সচিনের অলরাউন্ডার পুত্র। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বার ৫ উইকেট পেলেন অর্জুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৭:৪৫
Share:

অর্জুন তেন্ডুলকর। ছবি: এক্স (টুইটার)।

বল হাতে নজর কাড়লেন অর্জুন তেন্ডুলকর। গোয়ার অলরাউন্ডার রঞ্জি ট্রফির ম্যাচে ২৫ রানে ৫ উইকেট নিলেন। তাঁর দাপুটে বোলিংয়ের সুবাদে ৮৪ রানেই শেষ হয়ে গেল অরুণাচল প্রদেশের প্রথম ইনিংস। ৩০.৩ ওভারের বেশি ব্যাট করতে পারলেন না অরুণাচলের ব্যাটারেরা।

Advertisement

১৭তম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে প্রথম বার ৫ উইকেট নিলেন অর্জুন। তাঁর হাতে নতুন বল তুলে দিয়েছিলেন গোয়ার অধিনায়ক দর্শন মিসাল। সুযোগ কাজে লাগান সচিন-পুত্র। অরুণাচলের প্রথম পাঁচ ব্যাটারই তাঁর শিকার। অর্জুনের বলের সামনে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন প্রতিপক্ষ ব্যাটারেরা।

বাঁহাতি জোরে বোলারের দাপটে এক সময় অরুণাচল ৫ উইকেট হারায় ৩৬ রানে। এই ৫ উইকেটই তুলে নেন অর্জুন। দুই ওপেনার নীলম ওবি (২২), নাবাম হাচাং (শূন্য) ছাড়াও অর্জুনের শিকার তালিকায় রয়েছেন তিন নম্বরে নামা চিন্ময় পটেল (৩), চার নম্বরে নামা জয় ভাবসার (শূন্য) এবং পাঁচ নম্বরে নামা মোজি এটা (১)। অর্জুনের বোলিং বিশ্লেষণ ৯-৩-২৫-৫।

Advertisement

২০২২ সালে রাজস্থানের বিরুদ্ধে গোয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ২৫ বছরের অর্জুনের। এই ম্যাচের আগে পর্যন্ত ১৬টি ম্যাচে তাঁর সংগ্রহ ৩২টি উইকেট। সেরা বোলিং ছিল ৪৯ রানে ৪ উইকেট। ব্যাট হাতে ২৩.১৩ গড়ে করেছেন ৫৩২ রান। সর্বোচ্চ ১২০। একটি শতরানের পাশাপাশি দু’টি অর্ধশতরান রয়েছে অর্জুনের ঝুলিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement