শুভমন গিল। —ফাইল চিত্র।
দিল্লি ক্যাপিটালস মঙ্গলবার মুনাফ পটেলকে বোলিং কোচ হিসাবে নিয়োগ করেছে। বুধবার নতুন ব্যাটিং কোচ নিয়োগ করল গুজরাত টাইটান্স কর্তৃপক্ষ। ভারতীয় দলের এক প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটারকে দেখা যাবে গ্যারি কার্স্টেনের পরিবর্ত হিসাবে।
গত বছর পর্যন্ত শুভমন গিলদের ব্যাটিং কোচ ছিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ কার্স্টেন। এ বার সেই ভূমিকায় দেখা যাবে পার্থিব পটেলকে। ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটারকে সহকারী কোচ হিসাবে নিয়োগ করেছেন গুজরাত কর্তৃপক্ষ। ব্যাটিং কোচের ভূমিকাও পালন করবেন তিনি।
গত বছর আইপিএলের পর পাকিস্তানের টেস্ট দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন কার্স্টেন। অন্য দিকে, পার্থিব যুক্ত ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। সারা দেশ ঘুরে মুম্বইয়ের জন্য নতুন প্রতিভা খুঁজে আনতেন পার্থিব। দল বদলের সঙ্গে সঙ্গে তাঁর ভূমিকাও বদলাল। সমাজমাধ্যমে ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন দলের পক্ষে জানানো হয়েছে, ‘‘পার্থিব পটেলকে নতুন সহকারী কোচ এবং ব্যাটিং কোচ হিসাবে পেয়ে আমরা খুশি। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ১৭ বছর তাঁর খেলার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।’’
শুভমন ছাড়াও রশিদ খান, সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল তেওতিয়াকে ধরে রেখেছেন গুজরাত কর্তৃপক্ষ। দেশের হয়ে ২৫টি টেস্ট, ৩৮টি এক দিনের ম্যাচ এবং দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে পার্থিবের। ডেকান চার্জার্স, গুজরাত জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে পার্থিবের। ধারাভাষ্যকার হিসাবেও দেখা যায় তাঁকে।