(বাঁ দিকে) সারা তেন্ডুলকর ও শুভমন গিল (ডান দিকে)। —ফাইল চিত্র।
তাঁর ক্রিকেট প্রেমের কথা সকলেরই জানা। ভারতের খেলায় মাঝেমধ্যেই গ্যালারিতে দেখা যায় তাঁকে। ব্রিসবেনের গাব্বায় ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট দেখতেও পৌঁছে গিয়েছেন সারা তেন্ডুলকর। টেস্ট চলাকালীন গ্যালারিতে দেখা গিয়েছে সচিন তেন্ডুলকরের কন্যাকে।
গাব্বায় তৃতীয় টেস্ট চলাকালীন দেখা যায়, গ্যালারিতে বসে রয়েছেন তিনি। গায়ে নীল পোশাক। কপালে রোদচশমা। সারার পিছনের সারিতেই বসে ছিলেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ ও জাহির খান। সারার খেলা দেখতে যাওয়ার ছবি সমাজমাধ্যমে ভাইরাল। তাঁকে দেখা গেলেও সচিনকে কিন্তু গাব্বার গ্যালারিতে দেখা যায়নি। তিনি যে খেলা দেখতে যাবেন তা আগেই জানিয়েছিলেন সারা। স্টেডিয়ামে ঢোকার আগে একটি ভিডিয়ো তিনি সমাজমাধ্যমে পোস্ট করেন। তার পরেই দর্শকদের একটা অংশের নজর ছিল স্টেডিয়ামে সারাকে দেখা যায় কি না। তাঁকে দেখা গিয়েছে খেলা দেখতে।
সারাকে দেখার পরেই সমাজমাধ্যমে জল্পনা শুরু হয়েছে, কার টানে সেখানে গিয়েছেন তিনি? ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে সারার প্রেমের সম্পর্কের জল্পনা দীর্ঘ দিনের। মাঝেমধ্যে একসঙ্গে দেখা গিয়েছে দু’জনকে। তাই সারাকে স্টেডিয়ামে দেখলেই শুভমনের কথা উঠে আসে। যদিও দু’জনের কেউই এই বিষয়ে কোনও দিন মুখ খোলেননি। তাঁদের মধ্যে কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে কোনও কথা বলতে শোনা যায়নি তাঁদের।
গ্যালারিতে হাজির থাকলেও ভাল ভাবে খেলা দেখতে পাননি সারা। কারণ, প্রথম দিন মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে। ব্রিসবেনে বৃষ্টির জেরে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা প্রায় পুরোটাই ভেস্তে গিয়েছে। ফলে বাকি চার দিনের খেলার সময়ে বদল হয়েছে।
টেস্টে সাধারণত দিনে ৯০ ওভার খেলা হয়। অর্থাৎ, প্রথম দিন বৃষ্টিতে ৭৬.৪ ওভার খেলা হয়নি। এত ওভার বাকি চার দিনে করানো সম্ভব নয়। কিন্তু চেষ্টা করা হবে যত ওভার বেশি খেলানো যায়। সেই কারণে বাকি চার দিন আধ ঘণ্টা আগে শুরু হবে ম্যাচ।
ভারতীয় ক্রিকেট বোর্ড এই সময় বদলের কথা জানিয়েছে। তারা বলেছে, “রবিবার থেকে ভারতীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটের বদলে ভোর ৫টা ২০ মিনিট থেকে খেলা শুরু হবে। দিনে ৯৮ ওভার খেলা হবে। বাকি চার দিন এই সময়েই খেলা শুরু হবে।” যদি বাকি চার দিন ৯৮ ওভার করে খেলা হয় তা হলে প্রথম দিন নষ্ট হওয়া ৭৬.৪ ওভারের মধ্যে অন্তত ৩২ ওভারের খেলা করানো যাবে।
তবে বাকি চার দিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে ব্রিসবেনে। রবিবার বৃষ্টির আশঙ্কা সবচেয়ে কম। মাত্র ৮ শতাংশ। কিন্তু বাকি তিন দিন যথাক্রমে ৮৪ শতাংশ, ৮৪ শতাংশ ও ৫৬ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে খেলার সময় এগিয়ে আনলেও পুরো খেলা হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। তেমনটা হলে এই টেস্টের ফয়সালা হওয়ার সম্ভাবনা খুব কম।