ঘরোয়া ক্রিকেটেও ছন্দে রুতুরাজ ছবি: টুইটার থেকে।
বিজয় হজারে ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছেন মহারাষ্ট্রের তরুণ ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়। পর পর তিন ম্যাচে শতরান করলেন তিনি। তাঁর সামনে সুযোগ রয়েছে বিরাট কোহলীর রেকর্ড ছোঁয়ার। পরের ম্যাচে শতরান করতে পারলেই সেই রেকর্ড স্পর্শ করবেন তিনি।
বিজয় হজারেতে এক মরসুমে পর পর চার ম্যাচে শতরান করেছেন কোহলী। পর পর চার ম্যাচে শতরান রয়েছে কোহলীর আইপিএল দলের ব্যাটার দেবদত্ত পাড়িক্কলেরও। পর পর না হলেও এক মরসুমে চারটি শতরান রয়েছে পৃথ্বী শ’রও। সেই তালিকায় ঢোকার সুযোগ রয়েছে রুতুরাজের।
কেরলের বিরুদ্ধে ১২৯ বলে ১২৪ রানের ইনিংস খেলেন রুতুরাজ। এর আগের দু’ ম্যাচে যথাক্রমে ১৩৬ ও ১৫৪ রান করেছিলেন তিনি। অন্য দিকে ১০৮ বলে ৯৯ রান করেন কলকাতা নাইট রাইডার্সের রাহুল ত্রিপাঠী। দু’ জনের রানে ভর দিয়ে আট উইকেটে ২৯১ রান করে মহারাষ্ট্র। বাকি কোনও ব্যাটার অবশ্য ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। তার পরেও অবশ্য জিততে পারেনি মহারাষ্ট্র। সঞ্জু স্যামসন ও জলজ সাক্সেনার মধ্যে ৭২ এবং বিষ্ণু বিনোদ ও সিজোমন জোসেফের মধ্যে হওয়া ১৭৪ রানের জুটিতে সাত বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় কেরল।
অন্য দিকে আরও এক নাইট বোলার শিবম মাভির চার উইকেটের দাপটে দিল্লিকে ন’উইকেটে হারায় উত্তরপ্রদেশ। দুই শক্তিশালী দলের লড়াইয়ে মুম্বইকে সাত উইকেটে হারায় কর্নাটক। সহজ জয় পায় পঞ্জাবও। অসমকে দশ উইকেটে হারায় তারা।