রোহিত শর্মা। —ফাইল চিত্র।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রস্তুতি শিবিরে সোমবার যোগ দিয়েছেন হার্দিক পাণ্ড্য। নতুন অধিনায়ক শিবিরে চলে এলেও দেখা নেই প্রাক্তন অধিনায়কের। ইংল্যান্ড সিরিজ় শেষ হওয়ার পর রোহিত মুম্বইয়ে থাকলেও আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ির শিবিরে যোগ দেননি। মঙ্গলবার তাঁকে দেখা গেল অন্য মাঠে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলছে রঞ্জি ট্রফির ফাইনাল। খেতাবের লড়াইয়ে মুম্বইয়ের মুখোমুখি বিদর্ভ। আরও এক বার মুম্বইয়ের রঞ্জি চ্যাম্পিয়ন হওয়া সময়ের অপেক্ষা বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। প্রিয় দলের খেলা দেখতে মাঠে গিয়েছেন সুনীল গাওস্কর, সচিন তেন্ডুলকরের মতো প্রাক্তন ক্রিকেটারেরা। মঙ্গলবার অজিঙ্ক রাহানের দলের খেলা দেখতে ওয়াংখেড়েতে গেলেন রোহিতও।
ভারতীয় দলের অধিনায়ক অবশ্য গ্যালারিতে বসেননি। তাঁকে দেখা গিয়েছে মুম্বইয়ের সাজঘরে। রঞ্জি দলের সতীর্থদের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথাও বলেন রোহিত। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মনে করা হচ্ছে, কয়েক দিন বিশ্রাম নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন রোহিত।
রঞ্জি ট্রফিতে সফলতম দল মুম্বই। এখনও পর্যন্ত ৪১ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। রাহানের নেতৃত্বে ৪২তম খেতাব জয়ের অপেক্ষা তারা। মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিনের শেষে বিদর্ভের দ্বিতীয় ইনিংসের রান ১০। হাতে রয়েছে ১০ উইকেট। রঞ্জি জিততে হলে আরও ৫২৮ রান করতে হবে তাদের।