—ফাইল চিত্র।
ঋষভ পন্থের ‘পুল’ ভারতীয় দলকে টানতে পারছে না। বরং বিপদে ফেলছে। ‘পুল’ শট মারার নেশায় পন্থ হয়তো নিজের বিপদও ডেকে আনছেন। হয় বুঝতে পারছেন না। নতুবা বুঝতে চাইছেন না। বার বার তিনি একই ভাবে আউট হওয়ায় বিরক্ত ভারতীয় শিবিরও। মেলবোর্ন টেস্টের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক রোহিত শর্মাও মুখে হালকা হাসি ঝুলিয়ে স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন উইকেটরক্ষক-ব্যাটারকে।
প্রথম ইনিংসে পন্থের আউট হওয়ার ধরন দেখে সমালোচনা করেছিলেন সুনীল গাওস্কর। পন্থকে ‘স্টুপিড’ বলেছিলেন ক্ষুব্ধ গাওস্কর। রোহিত এতটা কঠিন শব্দ ব্যবহার না-করলেও বিরক্তি গোপন করেননি। পন্থের আউট নিয়ে প্রশ্নের উত্তরে তাঁর বক্তব্য, কোন পরিস্থিতিতে কী করতে হবে, সেটা পন্থের নিজের বোঝা উচিত। রোহিত বলেছেন, ‘‘পন্থকে বুঝতে হবে ওর কাছ থেকে কী চাওয়া হচ্ছে। এটা কারও বলে দেওয়ার বিষয় নয়। এগুলো নিজেকে বুঝতে হয়। ওর নিজেরই বোঝা উচিত কোন পরিস্থিতিতে কী করা দরকার। কোনটা ঠিক, কোনটা ভুল।’’ রোহিত বুঝিয়ে দিয়েছেন, সব সময় ঝুঁকি নেওয়া ঠিক নয়। তাতে হিতে বিপরীত হয়।
পরিস্থিতি হালকা করার জন্য তিনি বলেন, ‘‘ক্রিকেটে অনেক সময় এ রকম হয়। আজকের আউট নিয়ে কোনও কথা হয়নি। আমরা সকলেই খুব হতাশ। তবে অতীতে এ ভাবে খেলেই পন্থ আমাদের প্রচুর সাফল্য এনে দিয়েছে। ও যে ভাবে খেলে সেটা দেখে অনেক সময় মনে হয়, এ ভাবেই খেলতে দেওয়া উচিত। আবার কখনও কখনও সাফল্য না-এলে হতাশ লাগে। দেখতেও ভাল লাগে না। সাফল্য এবং ব্যর্থতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। অনেক সময় সফল হয়েছে বলে অধিনায়ক হিসাবে এ ভাবে না-খেলার পরামর্শ দেওয়া কঠিন। তবে সমস্যাটা পন্থকেই বুঝতে হবে। ম্যাচের পরিস্থিতি বুঝতে হবে। কখন কতটা ঝুঁকি নেওয়া যায় বা উচিত, তা-ও বুঝতে হবে। এমন কিছু করা ঠিক নয়, যা প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ করে দিতে পারে।’’ রোহিত আরও বলেছেন, ‘‘অনেক দিন ধরে চিনি পন্থকে। ওর খেলার ধরন বুঝি। ওর সঙ্গে কোনও কথাই হয়নি বা পন্থ বুঝতে পারছে না এমন নয়। দলের প্রয়োজন বুঝে খেলাটা গুরুত্বপূর্ণ।’’
পার্থ টেস্টে প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের একটি বল ‘পুল’ করে ছয় মেরেছিলেন পন্থ। সেই শটের প্রশংসা করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। কিন্তু বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টের সেই পরিস্থিতির সঙ্গে চতুর্থ টেস্টের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল। মেলবোর্নে দু’ইনিংসেই কোণঠাসা পরিস্থিতিতে ছিল ভারতীয় ইনিংস। এমন পরিস্থিতিতে অহেতুক আগ্রাসী শট খেলতে গিয়ে দলকে বিপদে ফেলেছেন পন্থ। ভারতীয় শিবির যে পন্থের এমন অবিবেচক ক্রিকেটীয় মানসিকতা পছন্দ করছে না, তা রোহিতের কথাতেই স্পষ্ট। উল্লেখ্য, আর এক উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেল নিজের যোগ্যতা ইতিমধ্যেই প্রমাণ করেছেন আন্তর্জাতিক স্তরে।