ICC ODI World Cup 2023

কেমন আছেন হার্দিক? খেলতে পারবেন পরের ম্যাচে? বাংলাদেশকে হারিয়ে উত্তর দিলেন রোহিত

ভারতের জয়েও চিন্তা থেকে গেল হার্দিক পাণ্ড্যকে নিয়ে। তিনি বল করার সময় গোড়ালি ঘুরে যাওয়ায় চোট পান। আর ফিল্ডিং করতে পারেননি। ম্যাচের পর তাঁকে নিয়ে প্রশ্নের জবাব দিলেন রোহিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ২২:৪২
Share:

চোটের পর হার্দিক। ছবি: টুইটার।

বিরাট কোহলির শতরানে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপে টানা চারটি ম্যাচ জিতে নিল ভারত। বৃহস্পতিবার পুণেতে পড়শি দেশকে এত টুকু সুযোগ দিল না রোহিত শর্মার দল। কোহলি ছাড়াও রোহিত শর্মা এবং শুভমন গিলের ফর্ম ভরসা দিল ভারতকে। কিন্তু চিন্তা থেকে গেল হার্দিক পাণ্ড্যকে নিয়ে। তিনি বল করার সময় গোড়ালি ঘুরে যাওয়ায় চোট পান। আর ফিল্ডিং করতে পারেননি। ম্যাচের পর তাঁকে নিয়ে প্রশ্নের জবাব দিলেন রোহিত।

Advertisement

ভারত ব্যাট করতে নামলেও হার্দিকের নামার সম্ভাবনা ছিল না। তাঁর পা ফুলে রয়েছে। স্ক্যান করা হয়েছে আগেই। ভারতের অধিনায়ক বললেন, “ওর পেশিতে টান লেগেছে এবং পা ফুলে রয়েছে। খুব বড় ক্ষতি হয়েছে এখনই বলা যাবে না। তাই এই খবরটা আমাদের কাছে ভাল। কিন্তু এ ধরনের চোটে প্রতি দিন পরীক্ষা করতে হয়। আমরাও আগামী দিনগুলিতে যেটা দরকার সেটাই করব।”

ভারতের বিরাট জয় নিয়ে রোহিত বলেছেন, “দারুণ একটা জয়। আমরা এটাই চাইছিলাম। শুরুটা ভাল হয়নি। কিন্তু পরের দিকে আমরা সেটাকে ভাল ভাবে সামাল দিয়েছি। শেষের দিকেও ভাল খেলেছি।” দলের বোলিং এবং ফিল্ডিং নিয়েও বেশ খুশি তিনি। বলেছেন, “গত যে তিনটে ম্যাচ আমরা খেলেছি প্রত্যেকটাতেই অসাধারণ ফিল্ডিং করেছে ছেলেরা। সেটাই আজও দেখা গিয়েছে। মাঠে নেমে যতটা সম্ভব চেষ্টা করা উচিত। বোলারেরাও আজ শুরু থেকে ঠিকঠাক লাইন এবং লেংথে বল করে গিয়েছে।”

Advertisement

সেরা ফিল্ডিং নিয়ে ভারতীয় দলে চালু হয়েছে পদক সংস্কৃতি। মাঠে নেমে নিজের আচরণে সেটা বুঝিয়েছেন রবীন্দ্র জাডেজা। সেই প্রসঙ্গে রোহিত বলেছেন, “এটা বিশ্বকাপেই দলের মধ্যে চালু হয়েছে। এতে প্রত্যেকে নতুন করে চাঙ্গা হয়ে যায়। যে সবচেয়ে বেশি পদক পাবে তার জন্যে প্রতিযোগিতার শেষে বিশেষ কিছু অপেক্ষা করে রয়েছে।”

জাডেজা এ দিন অসাধারণ ক্যাচ নিলেও ম্যাচের সেরার পুরস্কার নিয়েছেন কোহলি। সেই প্রসঙ্গে রোহিতের মন্তব্য, “বল হাতে অসাধারণ ছিল জাডেজা। একটা দারুণ ক্যাচও নিয়েছে। কিন্তু শতরান মানে শতরানই। সেটা সহজে পেরিয়ে আসা যায় না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement