ICC ODI World Cup 2023

বিশ্বকাপে পাঁচ ম্যাচে পাঁচ জয়, সাফল্যের গোপন রহস্য ফাঁস করলেন রোহিত

বিশ্বকাপে ভারতের সাফল্যের নেপথ্যে বার বার উঠে আসছে দলগত সংহতির কথা। কী ভাবে বিশ্বকাপে গোটা দলকে সামলাচ্ছেন তা জানালেন রোহিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১৫:২৫
Share:

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

বিশ্বকাপে পাঁচটি ম্যাচের প্রতিটিতেই জিতেছে ভারত। ব্যাটার থেকে বোলার, প্রত্যেকেই দারুণ ফর্মে রয়েছেন। অধিনায়ক রোহিত শর্মাও ভাল খেলছেন। তবে আলাদা করে কেউ নয়, ভারতের সাফল্যের নেপথ্যে বার বার উঠে আসছে দলগত সংহতির কথা। কী ভাবে বিশ্বকাপে গোটা দলকে সামলাচ্ছেন তা জানালেন রোহিত। জানিয়েছেন, সবার কথা শোনা এবং নিজেকে নির্দিষ্ট পরিস্থিতিতে রেখে দেখার কারণেই বিষয়গুলি বুঝতে সুবিধা হয় তাঁর।

Advertisement

বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে রোহিত বলেছেন, “ক্রিকেটারদের সামলাতে হলে সবার আগে সব ক্রিকেটারকে এবং তাদের চাহিদাকে ভাল করে জানতে হবে। ওদের পছন্দ-অপছন্দ জানতে হবে। এটা দলগত খেলা। একজন বা দু’জন কোনও বদল ঘটাতে পারে না। সবাইকে নিয়ে চলতে হবে।”

রোহিতের সংযোজন, “কোনও লম্বা প্রতিযোগিতা বা বিশ্বকাপ জিততে গেলে প্রত্যেককে এগিয়ে এসে নিজেদের ভূমিকা পালন করতে হবে। তাই মানসিক ভাবে সবাইকে ভাল রাখতে হবে। সবার কথা শোনা, তাদের চাহিদা বোঝা, কী ভাবে তারা অবদান রাখতে চায় সে সব জেনেই এগোতে হবে। সব বিষয়কে মাথায় রেখেই এগিয়ে যেতে হবে। আমিও সেটাই করার চেষ্টা করি। ওদের জুতোয় আগে নিজে পা গলানোর চেষ্টা করি। বোঝার চেষ্টা করি ও কী চাইছে।”

Advertisement

রোহিত ভাগ্যবান এটা ভেবে যে, তাঁর আশেপাশে অনেকে রয়েছেন যাঁরা দলের স্বার্থের কথাই ভাবেন। ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ, সবার মধ্যে ভাল বোঝাপড়া রয়েছে। কে কী চায়, সেটা সবাই জানেন। রোহিত বলেছেন, “রাতারাতি অধিনায়কত্ব শিখেছি এমনটা বলব না। বছরের পর বছর লেগেছে। ব্যক্তিগত অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। দলের কী দরকার সেটা বুঝতে পেরেছি। তাই জন্যেই সফল। ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়া খুবই দরকার। নিজের কাজ এবং ভূমিকাটাও জানতে হবে। বড় প্রতিযোগিতা খেলতে গেলে চাপ থাকেই। সেটাকে সামলাতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement