ICC ODI World Cup 2023

‘বুড়ো’ রোহিতের কাঁধেই দলের দায়িত্ব, ওয়াংখেড়েতে নেমে সৌরভ, ধোনিদের ছাপিয়ে গেলেন অধিনায়ক

ভারতের অধিনায়ক হিসাবে ঘরের মাঠে খেলতে নামলেন রোহিত শর্মা। ওয়াংখেড়েতে নেমে নজির গড়েছেন ভারত অধিনায়ক। কোন নজির?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৬:৫৬
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র

বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াংখেড়েতে ভারতের অধিনায়ক হিসাবে নেমে নজির গড়লেন রোহিত শর্মা। ভারতের সব থেকে বয়স্ক অধিনায়ক হিসাবে কোনও বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামলেন তিনি। ‘বুড়ো’ রোহিতের কাঁধেই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে ভারত।

Advertisement

বুধবার রোহিতের বয়স হল ৩৬ বছর ২০২ দিন। ভারতের কোনও অধিনায়ক এত বয়সে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা তো দূর বিশ্বকাপই খেলেননি। এর আগে ভারতের সব থেকে বয়স্ক অধিনায়ক হিসাবে বিশ্বকাপ খেলেছিলেন মহম্মদ আজহারউদ্দিন। ১৯৯৯ সালের বিশ্বকাপে আজহারের বয়স ছিল ৩৬ বছর ১২৪ দিন। তার পরে রয়েছেন রাহুল দ্রাবিড়। ৩৪ বছর ৭১ দিন বয়সে ২০০৭ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিংহ ধোনি আরও অল্প বয়সে ভারতের নেতৃত্ব দিয়েছিলেন।

চলতি বিশ্বকাপে অধিনায়ক হিসাবে সফল রোহিত। রাউন্ড রবিন পর্বে ন’টি ম্যাচের ন’টিতেই জিতেছে ভারত। শুধু জেতা নয়, প্রতিটি ম্যাচে দাপট নিয়ে খেলেছে ভারত। কোনও প্রতিপক্ষই তাদের সমস্যায় ফেলতে পারেনি। রোহিতের অধিনায়কত্বের প্রশংসা করেছেন প্রাক্তন ক্রিকেটারেরা।

Advertisement

শুধু অধিনায়ক নয়, ব্যাটার হিসাবেও দাপট দেখাচ্ছেন রোহিত। প্রথম পাঁচ ব্যাটারের তালিকায় রয়েছেন তিনি। ওয়াংখেড়েতে ৪৭ রান করেছেন তিনি। ১০টি ম্যাচে ৫৩০ রান করেছেন তিনি। প্রতিটি ম্যাচের মতো সেমিফাইনালেও ভারতকে খুব ভাল শুরু দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement