Dead Body Recovered

আমবাগানে দগ্ধ দেহ অজ্ঞাতপরিচয় নারীর

মহিলাকে খুনের পরে আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ। জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব এ দিন বলেছেন, “মহিলার পরিচয় জানতে চেষ্টা চলছে।

Advertisement

বাপি মজুমদার 

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৭
Share:

চাঁচলের মালতীপুরে ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থল। নিজস্ব চিত্র।

দাউদাউ করে পুড়ছিল আমবাগানে জড়ো করে রাখা ধানের খড়। তা দেখে অবাক হন শুক্রবার সকালে ধান ঝাড়াই করেতে আসা শ্রমিকেরা। খানিক বাদে সেই খড়ের গাদার তলা থেকে দগ্ধ দেহাংশ বের হতেই চোখ কপালে উঠল শ্রমিকদের। ঘটনাটি মালদহের চাঁচলের মালতীপুরে। বিকেল পর্যন্ত তাঁর পরিচয় জানাতে পারেনি পুলিশ।

Advertisement

খবর পেয়ে এলাকায় পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা, আইসি পূর্ণেন্দু কুন্ডু। ঘটনাস্থলের কিছুটা দূরে একটি ঝোপ থেকে উদ্ধার হয় রক্তমাখা ছুরি। মহিলাকে খুনের পরে আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ। জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব এ দিন বলেছেন, “মহিলার পরিচয় জানতে চেষ্টা চলছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এলাকা থেকে বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। মহিলার ডিএনএ পরীক্ষার পাশাপাশি ফরেন্সিক পরীক্ষারও ব্যবস্থা করা হচ্ছে।”

মালতীপুরে চাঁচল ২ ব্লক অফিসের কাছেই আমবাগানটি। সেখানে খড়ের গাদার ভিতরে ছিল দেহটি। তল্লাশিতে নেমে রক্তমাখা ছুরির পাশাপাশি জুতো, নাকছাবি ও হার উদ্ধার হয়। পুকুর পাড়ে সিঁদুরও পড়ে থাকতে দেখে পুলিশ। মহিলাকে রাতে সেখানেই খুন করা হয়ে থাকতে পারে। প্রমাণ লোপাটে দেহ পুড়িয়ে দেওয়া হয় বলে সন্দেহ পুলিশের। দিনভর লাগোয়া এলাকায় জিজ্ঞাসাবাদ করেও মহিলার পরিচয় জানা যায়নি। তবে মহিলা যে খুনির পরিচিত তা নিয়ে প্রায় নিশ্চিত পুলিশ। মহিলার পরিচয় জানতে পারলেই ঘটনার কিনারা হতে পারে বলে মনে করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement