রোহিত শর্মা এবং বিরাট কোহলি। —ফাইল চিত্র।
এশিয়া কাপে ভারতের যাত্রা শুরু হচ্ছে শনিবার থেকে। প্রথম ম্যাচেই তারা খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। বড় ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের এশিয়া কাপ। ভারতের দুই প্রধান ব্যাটারের সামনে একাধিক রেকর্ড গড়ার হাতছানি। দেখে নেওয়া যাক কী কী রেকর্ড গড়তে পারেন রোহিতেরা।
সচিনের রেকর্ড ভাঙতে পারেন রোহিত
এশিয়া কাপে ভারতের সেরা ব্যাটার সচিন তেন্ডুলকর। তিনি এশিয়া কাপে ৯৭১ রান করেছিলেন। রোহিত শর্মা তাঁর থেকে ২২৬ রান পিছিয়ে। এশিয়া কাপে ২২টি এক দিনের ম্যাচ খেলে রোহিত করেছেন ৭৪৫ রান। এশিয়া কাপের ইতিহাসে ভারত অধিনায়ক রান করার তালিকায় পঞ্চম স্থানে। এ বারের এশিয়া কাপেই সচিনকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে রোহিতের সামনে। এ ছাড়াও সচিনের এশিয়া কাপে অর্ধশতরান সংখ্যা টপকে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর। দু’টি অর্ধশতরান করলেই সচিনকে টপকে যাবেন রোহিত।
রায়নার রেকর্ড ভাঙতে পারেন রোহিত
ছক্কা হাঁকানোর তালিকায় এক নম্বর ভারতীয় হওয়ার সুযোগ রয়েছে রোহিতের সামনে। এশিয়া কাপে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে সুরেশ রায়নার। ১৮টি ছক্কা মেরেছেন তিনি। এ বারের এশিয়া কাপে দু’টি ছক্কা মারলেই রায়নাকে টপকে যাবেন ভারত অধিনায়ক।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
ধোনিকে ছাপিয়ে যেতে পারেন বিরাট
বিরাটের সামনে সুযোগ রয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে ছাপিয়ে যাওয়ার। এশিয়া কাপে সব থেকে বেশি রান করার তালিকায় ১২ নম্বরে বিরাট। ২০১৮ সালের এশিয়া কাপে খেলেননি তিনি। সে বারই রোহিতের নেতৃত্বে এশিয়া কাপ জিতেছিল ভারত। এশিয়া কাপে ধোনি করেছিলেন ৬৪৮ রান। বিরাট করেছেন ৬১৩ রান। এ বারের এশিয়া কাপে ধোনিকে ছাপিয়ে যেতে পারেন তিনি। সচিনকে টপকাতে হলে বিরাটের প্রয়োজন ৩৫৯ রান।
এশিয়া কাপে সব থেকে বেশি শতরান
এশিয়া কাপে ১১টি এক দিনের ম্যাচ খেলে বিরাট ৬১৩ রান করেছেন। রয়েছে তিনটি শতরান। ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি শতরান বিরাটেরই। কিন্তু এশিয়া কাপে সব থেকে বেশি শতরান করেছেন সনৎ জয়সূর্য। তিনি ছ’টি শতরান করেছেন। সেই রেকর্ড টপকে যেতে বিরাটকে এ বার চারটি শতরান করতে হবে।
সচিনের গ্রহে বিরাট, রোহিত
এক দিনের ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক টপকাতে পারেন বিরাট। তাঁর প্রয়োজন ১০২ রান। দ্বিতীয় ভারতীয় হিসাবে এক দিনের ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁতে পারেন বিরাট। ৪১৮ রান করলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজার রান টপকে যেতে পারেন বিরাট। সেই তালিকাতেও সচিন ছাড়া অন্য কোনও ভারতীয় নেই। রোহিতের সামনে সুযোগ রয়েছে এক দিনের ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক টপকে যাওয়ার। তাঁর প্রয়োজন ১৬৩ রান।