Rod Marsh

Rod Marsh: কোমায় রড মার্শ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রাক্তন অজি উইকেটরক্ষক

অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক রড মার্শের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। তিনি গভীর কোমায় চলে গিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২২
Share:

অবস্থা খারাপ মার্শের ফাইল ছবি

অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক রড মার্শের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। তিনি গভীর কোমায় চলে গিয়েছেন। আপাতত অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই। রবিবার পরিবারের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

Advertisement

কিছুদিন আগেই এক প্রদর্শনী ম্যাচ খেলতে যাওয়ার আগে গাড়িতেই হৃদরোগে হন তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু যত সময় যাচ্ছে, মার্শের শারীরিক পরিস্থিতির ততই অবনতি হচ্ছে। এখন তিনি জীবন বাঁচানোর জন্য লড়ছেন।

এক বিবৃতিতে মার্শের ছেলে পল বলেছেন, ‘আপাতত বাবা জীবন বাঁচানোর জন্য লড়ছেন। গভীর সঙ্কটে রয়েছেন তিনি। আপাতত অপেক্ষা করা ছাড়া আমাদের সামনে আর কোনও রাস্তা নেই। অনেকেই বাবার পরিস্থিতির ব্যাপারে জানতে চাইছেন। প্রত্যেকের শুভেচ্ছাবার্তা পেয়ে আমরা আপ্লুত।’

Advertisement

দেশের হয়ে ৯৬টি টেস্ট খেলেছেন মার্শ। ৯২টি এক দিনের ম্যাচও খেলেছেন। অস্ট্রেলিয়ার জাতীয় দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement