ঋষভ পন্থ। ছবি: পিটিআই।
দ্বিতীয় টেস্টে ভাল পারফর্ম করতে পারেননি ঋষভ পন্থ। ব্যাট হাতে রান পাননি। উইকেটের পিছনেও প্রত্যাশা পূরণ করতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটার। তবে নিজেকে চাপে ফেলতে চান না। হালকা মেজাজেই রয়েছেন তিনি।
রবিবার গোলাপি বলের টেস্ট শেষ হওয়ার পর সোমবার বিশ্রাম পেয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। সেই সুযোগে অ্যাডিলেডের একটি শপিং মলে গিয়েছিলেন পন্থ। সেখানেই হালকা মেজাজে দেখা গিয়েছে পন্থকে। শপিং মলে পন্থকে দেখে এগিয়ে আসেন তাঁর এক অস্ট্রেলীয় ভক্ত। সেই ক্রিকেটপ্রেমী এসেছিলেন তাঁর ছোট্ট মেয়েকে নিয়ে। ভক্তের সঙ্গে কথা বলার পর তাঁর ছোট্ট মেয়ের সঙ্গে খেলায় মাতেন পন্থ। তাকে কোলে নিয়ে আদরও করেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। তার সঙ্গে বন্ধুত্ব করে ফেলেন পন্থ। তাঁদের খেলার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
সোমবার এক দিনের বিশ্রামের পর মঙ্গলবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। অ্যাডিলেডে ১০ উইকেটে হারের পর প্রস্তুতির বাড়তি সুযোগ কাজে লাগাচ্ছেন রোহিত শর্মারা। এ দিন দলের সঙ্গে অনুশীলন করেছেন পন্থও। তৃতীয় টেস্ট খেলার জন্য বুধবার ভারতীয় দল ব্রিসবেন যাবে।