দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলী আউট হওয়ার পরে ব্যাট করতে নামেন পন্থ। প্রথম বল থেকেই মারমুখী মেজাজে ছিলেন তিনি। অর্ধশতরান করার পথে সাতটি চার ও দু’টি ছক্কা মারেন পন্থ। যদিও ৩১ বলে ৫০ করে বড় শট মারতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।
নজির গড়লেন পন্থ ছবি: টুইটার।
টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্থ। ভারতীয়দের মধ্যে টেস্টে দ্রুততম অর্ধশতরান করলেন তিনি। ভাঙলেন কপিল দেবের ৪০ বছরের পুরনো রেকর্ড।
বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৮ বলে অর্ধশতরান করেন পন্থ। এর আগে এই রেকর্ড ছিল কপিলের দখলে। ১৯৮২ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে ৩০ বলে অর্ধশতরান করেছিলেন কপিল। ৪০ বছর ধরে সেই রেকর্ড অক্ষত ছিল। এ বার তা ভাঙলেন পন্থ।
গ্রাফিক: সনৎ সিংহ।
ভারতীয়দের মধ্যে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শার্দুল ঠাকুর। গত বছর ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩১ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২ বলে এই কীর্তি রয়েছে বীরেন্দ্র সহবাগের। টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছেন পন্থ। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ইয়ান স্মিথ ও ভারতের মহেন্দ্র সিংহ ধোনির দখলে। দু’জনেই ৩৪ বলে অর্ধশতরান করেছিলেন। সব মিলিয়ে টেস্টে দ্রুততম অর্ধশতরানের তালিকায় পন্থ রয়েছেন নবম স্থানে। এশীয় ব্যাটারদের তালিকায় অবশ্য পাঁচে রয়েছেন তিনি।
দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলী আউট হওয়ার পরে ব্যাট করতে নামেন পন্থ। প্রথম বল থেকেই মারমুখী মেজাজে ছিলেন তিনি। অর্ধশতরান করার পথে সাতটি চার ও দু’টি ছক্কা মারেন পন্থ। যদিও ৩১ বলে ৫০ করে বড় শট মারতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।