Virat Kohli

Virat Kohli: কী ভাবে রান খরা কাটাতে পারবেন কোহলী, উপায় বাতলালেন গাওস্কর

২০১৯ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টে শেষ বার শতরান করেছিলেন কোহলী। তার পর থেকে টেস্টে ২৯ ইনিংসে ৮২৮ রান করেছেন কোহলী। তাঁর ব্যাটিং গড়ও অনেক কমেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টে বড় রান করার সুযোগ ছিল কোহলীর। কিন্তু ব্যর্থ হয়েছেন তিনি। এখন দেখার কবে তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেন কোহলী। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২২ ১৭:৩৮
Share:

কোহলীকে নিয়ে কী বললেন গাওস্কর ফাইল চিত্র।

৮৪১ দিন তাঁর ব্যাটে শতরান নেই। তার মধ্যে সব ধরনের ক্রিকেট মিলিয়ে খেলে ফেলেছেন ৭২টি ইনিংস। কিন্তু কিছুতেই তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী। বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ২৩ রানে আউট হয়ে গিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসেও মাত্র ১৩ রান করে ফেরেন কোহলী। তাঁর আউট হওয়ার ধরনে মোটেই খুশি নন সুনীল গাওস্কর। কী ভাবে তিনি রান পেতে পারেন সে পরামর্শও দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

প্রথম দিনের খেলা শেষে গাওস্কর বলেন, ‘‘যে শট খেলতে গিয়ে কোহলী আউট হল সেই শট খেলা ওর উচিত হয়নি। প্রথম টেস্টে এমবুলদেনিয়াকে পিছনের পায়ে খেলতে গিয়ে আউট হয়েছিল কোহলী। দ্বিতীয় টেস্টে ধনঞ্জয় ডি সিলভার বলে একই ধরনের শট খেলতে গিয়ে ও আউট হল। পিছনের পায়ে আড়াআড়ি খেলতে যাওয়া সব সময় কঠিন। বল মিস করলেই এলবিডব্লিউ হওয়ার সম্ভাবনা থাকে। বল যখনই ওর প্যাডে লেগেছে কোহলী বুঝে গিয়েছে ও আউট। তাই রিভিউ নেওয়ার কথাও ভাবেনি।’’

কী ভাবে কোহলী ফের রানে ফিরতে পারেন সে পরামর্শও শোনা গিয়েছে গাওস্করের মুখে। তিনি বলেন, ‘‘প্রথমেই কোহলীকে এই ধরনের শট খেলা বন্ধ করতে হবে। যত বেশি সম্ভব ব্যাটের সামনে দিয়ে খেলতে হবে। ওকে ভাবতে হবে কী ভাবে সুরক্ষিত শট খেলতে পারে। যত বেশি সামনের পায়ে খেলবে তত ভাল কোহলীর জন্য। তা হলে ওর মধ্যে আত্মবিশ্বাস আসবে। আর এক বার আত্মবিশ্বাস নিয়ে খেলতে শুরু করলে বড় রান পাওয়া ওর সময়ের অপেক্ষা।’’

Advertisement

২০১৯ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টে শেষ বার শতরান করেছিলেন কোহলী। তার পর থেকে টেস্টে ২৯ ইনিংসে ৮২৮ রান করেছেন কোহলী। তাঁর ব্যাটিং গড়ও অনেক কমেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টে বড় রান করার সুযোগ ছিল কোহলীর। কিন্তু ব্যর্থ হয়েছেন তিনি। এখন দেখার কবে তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেন কোহলী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement