আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।
ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার ও লোকেশ রাহুল। গত বার তিন দলের অধিনায়ক ছিলেন তাঁরা। সেই তিন অধিনায়ককে এ বার আর ধরে রাখল না তাঁদের দল। ছেড়ে দেওয়া হল। তিন অধিনায়কই নিলামে নামবেন।
সবচেয়ে বড় চমক শ্রেয়স। গত বার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। সেই অধিনায়ককেই ধরে রাখল না কেকেআর। এই সিদ্ধান্ত থেকে পরিষ্কার, আগামী মরসুমে নতুন অধিনায়ক পাচ্ছে কলকাতা। গৌতম গম্ভীর ছেড়ে দেওয়ায় এ বার নতুন মেন্টর এসেছে কেকেআরে। সেই কারণেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা।
পন্থ গত কয়েক বছর ধরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন। চোট পাওয়ার পর গত আইপিএলেই ফিরেছেন তিনি। সেই অধিনায়ককেও রাখল না দিল্লি। তাদেরও কোচ বদলেছে। সেই কারণেই হয়তো এ বার নতুন কাউকে অধিনায়ক করার কথা ভাবছে তারা।
গত বারের খারাপ পারফরম্যান্সের পর এ বার যে লখনউ সুপার জায়ান্টস রাহুলকে রাখবে না তা প্রায় পরিষ্কার ছিল। গত বার মাঠেই দলের মালিক সঞ্জীব গোয়েন্কা ধমক দিয়েছিলেন রাহুলকে। তার পরেই জানা গিয়েছিল, রাহুলও দলে থাকতে চাইছেন না। এ বার আরও এক বার নিলামে নামবেন তিনি।