India

T20 World Cup 2021: টি-টোয়েন্টিতে রেকর্ড দর্শক ভারত-পাক ম্যাচে

এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বৈরথের সম্প্রচার দর্শকসংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২১ ০৭:৪৫
Share:

উন্মাদনা: ভারত-পাক ম্যাচে দু’দলের সমর্থকেরা। ফাইল চিত্র।

ক্রিকেটপ্রেমীদের প্রিয় ভারত-পাকিস্তান ম্যাচ নতুন নজির গড়ল সম্প্রচারের দিক থেকে। ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দেশের মধ্যে হওয়া ম্যাচ দেখেছেন ১৬ কোটি ৭০ লক্ষ মানুষ। সম্প্রচারকারীদের দাবি, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট সম্প্রচারে দর্শকদের নিরিখে এই ম্যাচ নতুন নজির গড়েছে।

Advertisement

গত সপ্তাহে টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট দর্শকসংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি আশি লক্ষ। যার মধ্যে যোগ্যতা অর্জন পর্ব ও সুপার বারো পর্যায়ের প্রথম ১২টি লড়াই হয়েছে। এক বিবৃতিতে সম্প্রচারকারী স্টার ইন্ডিয়ার তরফে তা জানানো হয়েছে।

এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বৈরথের সম্প্রচার দর্শকসংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল। দর্শকসংখ্যা ছিল ১৩ কোটি ৬০ লক্ষ। ‘‘আইসিসি প্রতিযোগিতায় দু’বছর পরে মুখোমুখি হওয়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তানের ম্যাচ দেখেছেন ১৬ কোটি ৭০ লক্ষ দর্শক। ফলে এই ম্যাচ এখন দর্শক সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে গেল। ছাপিয়ে গেল ২০১৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের সম্প্রচারের রেকর্ডও,’’ বলা হয়েছে সম্প্রচারকারীদের বিবৃতিতে।

Advertisement

২৪ অক্টোবর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ দিয়েই অভিযান শুরু করেছিল ভারত ও পাকিস্তান। ভারতীয় সমর্থকদের আশা মেটেনি। ১০ উইকেটে পাকিস্তান হারায় বিরাট কোহালিদের। ভারত ছিটকে গিয়েছে সুপার বারো পর্যায়েই। ‘‘এতে কোনও সন্দেহ নেই যে এই ম্যাচের ফল এবং ভারতের প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া সমর্থকদের হতাশ করেছে। কিন্তু দর্শকসংখ্যায় এই রেকর্ড বুঝিয়ে দিচ্ছে, ক্রিকেট কত বড় মাপে দর্শকদের মাতিয়ে রাখতে পারে,’’ বলা হয়েছে বিবৃতিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement