ম্যাচের সেরা হয়েছেন জাডেজা ছবি: টুইটার থেকে।
এখনও শেষ চার নিশ্চিত হয়নি ভারতের। তার জন্য রবিবার নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে বিরাট কোহলীরা। যদিও এর মধ্যেই ভারতীয় স্পিনার রবীন্দ্র জাডেজার মন চলে গিয়েছে শেষ চারে। ভারত যদি শেষ চারে ওঠে তা হলে তাঁদের কেউ আটকাতে পারবে না বলে জানিয়ে দিলেন ম্যাচের সেরা জাডেজা।
ম্যাচ শেষে সাক্ষাৎকারে আত্মবিশ্বাস ঝরে পড়ল ভারতের বাঁ-হাতি স্পিনারের গলায়। জাডেজা বলেন, ‘‘আমরা ভাল ক্রিকেট খেলার চেষ্টা করেছি। আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। যদি আমরা এ ভাবে খেলি তা হলে কেউ আমাদের হারাতে পারবে না। আমরা এ ভাবেই খেলব।’’
স্কটল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত বল করেছেন জাডেজা। মাঝের ওভারে তিনি পর পর উইকেট তোলায় চাপে পড়েছে স্কটল্যান্ড। স্কটল্যান্ডের ব্যাটিং শেষ হওয়ার পরে সাক্ষাৎকারে জাডেজা বলেন, ‘‘শুরু থেকেই উইকেট তোলার পরিকল্পনা ছিল। সঠিক জায়গায় বল ফেলতে পেরেছি। কিছু বল ঘুরছিল। কিছু বল সোজা যাচ্ছিল। আমরা প্রথমে বল করতে চেয়েছিলাম। সেটাই হয়েছে। স্পিনাররা নিজেদের কাজ করেছেন।’’
রবিবার যদি নিউজিল্যান্ডকে আফগানিস্তান হারিয়ে দেয় এবং সোমবার নামিবিয়াকে ভারত বড় ব্যবধানে হারাতে পারে তা হলে বিশ্বকাপের শেষ চারে ওঠার সুযোগ রয়েছে কোহলীদের। সেমিফাইনালে ওঠার আগেই তাঁরা কী ধরনের ক্রিকেট খেলতে চান তা জানিয়ে দিলেন জাডেজা।