India vs England

হারের হতাশার পরে ধাক্কা রোহিতদের, চোট নিয়ে ধোঁয়াশা, দ্বিতীয় টেস্টে বাদ পড়বেন অলরাউন্ডার?

হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরেছে ভারত। সেই ধাক্কা সামলাতে না সামলাতে আর এক ধাক্কা রোহিতদের দলে। চোটের কারণে দ্বিতীয় টেস্টে বাদ পড়তে পারেন ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ ১০:২৮
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

দ্বিতীয় টেস্টে কি পাওয়া যাবে না রবীন্দ্র জাডেজাকে? প্রথম টেস্টে চোট পেয়েছেন তিনি। ফলে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরেছে ভারত। সেই ধাক্কা সামলাতে না সামলাতে আর এক ধাক্কা রোহিতদের দলে।

Advertisement

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজের দোষে রান আউট হন জাডেজা। ফুলটস বল সরাসরি মারেন বেন স্টোকসের হাতে। যে জায়গা থেকে কখনওই রান হয় না সেখানে রান নিতে যান। স্টোকসের সরাসরি থ্রোয়ে ফিরতে হয় ভারতীয় অলরাউন্ডারকে। আউট হওয়ার পরেই দেখা যায়, বাঁ পা চেপে ধরে আছেন জাডেজা। বোঝা যাচ্ছিল, তাঁর হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে। কোনও রকমে খুঁড়িয়ে সাজঘরে ফেরেন তিনি।

জাডেজার চোট কতটা গুরুতর সেই বিষয়ে এখনও মুখ খোলেনি দল। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কোচ রাহুল দ্রাবিড়ও সেই প্রশ্ন এড়িয়ে যান। তিনি বলেন, ‘‘সত্যি বলতে এখনও ফিজিয়োর সঙ্গে কথা বলতে পারিনি। ফিরে গিয়ে কথা বলব। তার পরেই বুঝতে পারব জাডেজার চোট কতটা গুরুতর।’’

Advertisement

হায়দরাবাদে প্রথম ইনিংসে ৮৭ রান করেন জাডেজা। শুধু তাই নয়, দু’ইনিংস মিলিয়ে ৫টি উইকেট নেন তিনি। ব্যাট-বলের পাশাপাশি ফিল্ডিংয়েও জাডেজাকে দরকার রোহিতদের। ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে শুরু দ্বিতীয় টেস্ট। তার আগে জাডেজা সুস্থ হতে পারেন কি না সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement