ICC ODI World Cup 2023

‘বিশ্বকাপে জায়গাই হবে না ওর’, কোন ব্যাটার সম্পর্কে বললেন অশ্বিন?

অক্টোবরে শুরু হবে এ বারের বিশ্বকাপ। তার আগে একাধিক ক্রিকেটারকে দেখে নিচ্ছেন রাহুল দ্রাবিড়েরা। দেখে নেওয়া হয়েছে এক ব্যাটারকেও। কিন্তু বিশ্বকাপে তাঁকে নেওয়া হবে না বলেই মনে করছেন অশ্বিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৩ ১৪:১২
Share:

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

এ বারের এক দিনের বিশ্বকাপে সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার কোনও সম্ভাবনা নেই বলে মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন। অক্টোবরে শুরু হবে এ বারের বিশ্বকাপ। তার আগে একাধিক ক্রিকেটারকে দেখে নিচ্ছেন রাহুল দ্রাবিড়েরা। এক দিনের সিরিজ়ে তাই ভারতীয় দল থেকে রোহিত শর্মা, বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। অর্ধশতরানও করেছিলেন তৃতীয় ম্যাচটিতে। কিন্তু তাঁকে বিশ্বকাপের দলে রাখা হবে না বলেই মনে করছেন অশ্বিন।

Advertisement

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “সঞ্জু সুযোগ পেয়েছিল এক দিনের ক্রিকেটে। অর্ধশতরান করেছিল। এখন টি-টোয়েন্টিতে ১২ বলে ১২ রান করেছে। মিডল অর্ডারে ব্যাট করছে ও। আইপিএলে সঞ্জু তিন বা চারে ব্যাট করে। এক দিনের ক্রিকেটে ওর রেকর্ডও ভাল। স্পিনের বিরুদ্ধে ভাল খেলতে পারে সঞ্জু। কিন্তু ভারতীয় দলে তিন বা চার নম্বরে কারা খেলবে তা ঠিক হয়ে গিয়েছে। সঞ্জুর যা প্রতিভা তাতে ও যে কোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু ভারতীয় দলে ও নিজের জায়গায় ব্যাট করতে পারবে না। দলে ওর জায়গা নেই। এই বিশ্বকাপে সঞ্জুর সুযোগ না পাওয়ার সম্ভাবনাই বেশি। আগামী বিশ্বকাপেও (২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ) সুযোগ পাবে কি না সন্দেহ।”

বিশ্বকাপে কে কোন জায়গায় খেলতে পারেন, তা-ও বলেন অশ্বিন। তিনি বলেন, “রোহিত এবং শুভমন (গিল) ওপেন করবে। তিন নম্বরে বিরাট। শ্রেয়স আয়ার এবং লোকেশ রাহুল সুস্থ হয়ে উঠলে ওদের জায়গা পাকা। চার এবং পাঁচ নম্বরে খেলতে পারে ওরা। ওদের মধ্যে কোনও এক জন যদি সুস্থ না হয়, তা হলে পাঁচ নম্বর জায়গাটা ফাঁকা হতে পারে। কিন্তু সঞ্জু সেই জায়গায় খেলতে অভ্যস্ত নয়। তাই বিশ্বকাপে সঞ্জুর জায়গা না পাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি।”

Advertisement

এক দিনের বিশ্বকাপ শুরু হওয়ার কথা ৫ অক্টোবর থেকে। ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর হবে বলে ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচ রয়েছে। যদিও বিশ্বকাপের সূচিতে বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার নতুন সূচি ঘোষণা করা হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement