Ravi Shastri

Ravi Shastri: গাব্বায় অজি বধের দিন কী পরিকল্পনা করেন গিল-পন্থ, খোলসা করলেন প্রাক্তন কোচ শাস্ত্রী

৩২ বছর পরে কোনও দল টেস্ট জিতেছিল সেই মাঠে। সেই জয়ে প্রধান ভূমিকা নিয়েছিলেন দুই তরুণ শুভমন গিল ও ঋষভ পন্থ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ ১৪:৪৫
Share:

দুই ব্যাটারের প্রশংসায় শাস্ত্রী ফাইল চিত্র

গত বছর অস্ট্রেলিয়ায় গিয়ে দ্বিতীয় বারের জন্য সিরিজ জিতেছিল ভারত। আর সেই সিরিজের শেষ টেস্টে গাব্বায় অজি বধ করেছিলেন অজিঙ্ক রহাণেরা। ৩২ বছর পরে কোনও দল টেস্ট জিতেছিল সেই মাঠে। সেই জয়ে প্রধান ভূমিকা নিয়েছিলেন দুই তরুণ শুভমন গিল ও ঋষভ পন্থ। ম্যাচের শেষ দিন তাঁরা কী পরিকল্পনা করেছিলেন, তা খোলসা করলেন সেই সময় ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী

Advertisement

টেস্ট ও সেই সঙ্গে সিরিজ জিততে শেষ দিনে ৩২৯ রান করতে হত ভারতকে। তার শুরুটা করেন শুভমন। দ্রুত রান করেন তিনি। শুরুতে তাঁর ৯১ রান ভারতের জয়ের ভিত গড়ে দেয়। পরে সেই ভিতে ভর করে দলকে জয়ের গণ্ডি পার করান পন্থ। তিনি করেন অপরাজিত ৮৯ রান।

শাস্ত্রী সম্প্রতি জানিয়েছেন, তাঁরা ভাবেননি ম্যাচ জিততে পারবেন। কিন্তু অন্য পরিকল্পনা ছিল পন্থদের। শাস্ত্রী বলেন, ‘‘প্রথম সেশনের পরে আমি শৌচাগারে যাচ্ছিলাম। তখন গিল ও পন্থ নিজেদের মধ্যে পরিকল্পনা করছিল। কী বলছিল তা আমি বলব না। তবে এ টুকু বলতে পারি ওরা বিশ্বাস করেছিল ম্যাচ জিততে পারব আমরা। সেটাই ওরা করে দেখায়।’’

Advertisement

ম্যাচ জেতার চেষ্টা করতে গিয়ে হারও হতে পারে দলের। কিন্তু চেষ্টা করাটাই আসল বলে মনে করেন শাস্ত্রী। তিনি বলেন, ‘‘আমি চুপ করে ওদের কথা শুনি। তার পর পাশ দিয়ে যাওয়ার সময় বলি, চেষ্টা করে যাও। আমরা হারতেও পারতাম। কিন্তু আমরা জেতার চেষ্টা করেছিলাম। সেটাই আমি দলের কাছে চেয়েছিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement