Ravi Shastri

Ravi Shastri: এ বার অন্য ভূমিকায় দেখা যেতে পারে শাস্ত্রীকে? নতুন ভিডিয়োয় শুরু জল্পনা

ভারতীয় কোচের পদ থেকে বেশ কিছুদিন আগেই সরে দাঁড়িয়েছেন তিনি। এ বার কি তা হলে নতুন ইনিংস শুরু করতে চলেছেন রবি শাস্ত্রী?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ২২:০০
Share:

রবি শাস্ত্রী। ফাইল ছবি

ভারতীয় কোচের পদ থেকে বেশ কিছুদিন আগেই সরে দাঁড়িয়েছেন তিনি। এ বার কি তা হলে নতুন ইনিংস শুরু করতে চলেছেন রবি শাস্ত্রী? আবার কি তাঁকে দেখা যেতে চলেছে ধারাভাষ্যকার হিসেবে? এক সম্প্রচারকারী চ্যানেলের পোস্ট করা ভিডিয়োয় অন্তত তেমনই ইঙ্গিত।

Advertisement

ভিডিয়োয় শাস্ত্রীকে দেখা যাচ্ছে একটি পাত্র থেকে স্যুপ চামচে করে খেতে। তারপরেই সেই পাত্র থেকে স্যুপ একটি বাটিতে ঢেলে নিয়ে অন্য একটি ঘরে চলে গেলেন। সঙ্গের ক্যাপশনে লেখা, ‘কিছু তো একটা রান্না হচ্ছে। আপনারা কি কিছু আন্দাজ করতে পারছেন?’

এই ভিডিয়ো থেকেই সম্ভাবনা তৈরি হয়েছে যে, হয়তো আবার ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে চলেছে শাস্ত্রীকে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজেই হয়তো মাইক হাতে বসে পড়তে পারেন তিনি। কারণ, যে চ্যানেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ দেখাবে, তাদের তরফেই এই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যান শাস্ত্রী। সেই জায়গায় এসেছেন রাহুল দ্রাবিড়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement