টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক পরিবর্তন করল আফগানিস্তান। ছবি: টুইটার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতার দায় নিয়ে নেতৃত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন মহম্মদ নবি। তাঁর পরিবর্তে আফগানিস্তান ২০ ওভারের ক্রিকেটের নেতৃত্বের ভার তুলে দিল আর এক স্পিনার অলরাউন্ডারের হাতে।
নতুন অধিনায়ক হলেন রশিদ খান। তাঁকে আপাতত শুধু টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত রশিদ। ২৪ বছরের লেগ স্পিনার বলেছেন, ‘‘নেতৃত্বের দায়িত্ব খুব বড়। আগে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে আমার। আমাদের দলে দুর্দান্ত কিছু ক্রিকেটার রয়েছে। ওদের সঙ্গে আমার বোঝাপড়া দারুণ। সকলের সঙ্গেই আমি স্বচ্ছন্দ। আমরা চেষ্টা করব দলের সংহতি ধরে রাখার। সবাই কঠোর পরিশ্রম করব। মাঠে নিজেদের সঠিক ভাবে প্রয়োগ করতে চাই। তা হলেই দেশকে জয় এনে দিতে পারব। গর্বিত করতে পারব।’’ উল্লেখ্য, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দু’মাসের জন্য আফগানিস্তানকে নেতৃত্ব দেন।
আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মীরওয়াইস আশরাফ বলেছেন, ‘‘আফগান ক্রিকেটে রশিদ বড় নাম। টি-টোয়েন্টি ক্রিকেটে সারা বিশ্বে খেলার বিরাট অভিজ্ঞতা রয়েছে ওর। রশিদ দলকে পরের পর্যায় উন্নীত করতে পারবে বলে বিশ্বাস আমাদের। আগেও তিন ধরনের ক্রিকেটে আফগানিস্তানকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ওর। রশিদ আবার টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্বের দায়িত্ব নিতে রাজি হওয়ায় আমরা খুশি। আমি নিশ্চিত ওর নেতৃত্বে দল সেরা পারফরম্যান্স করবে এবং আফগানিস্তানকে গর্বিত করবে।’’ কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার নবির নেতৃত্বে আফগানিস্তান গত এশিয়া কাপে ভাল ফল করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়।
এখনও পর্যন্ত দেশের হয়ে ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২২টি উইকেট নিয়েছেন রশিদ। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট নেওয়ার হিসাবে রশিদ বিশ্বের তৃতীয়। তাঁর আগে রয়েছেন টিম সাউদি (১৩৪ উইকেট) এবং শাকিব আল হাসান (১২৮ উইকেট)। আইপিএল-সহ ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেটেও রশিদের চাহিদা প্রবল। বিশ্বের ১৫টি ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ৩৬১ ম্যাচে ৪৯১টি উইকেট রয়েছে তাঁর। এ ক্ষেত্রে তিনি বিশ্বে দ্বিতীয়। শীর্ষে আছেন ডোয়েন ব্র্যাভো (৬১৪ উইকেট)। আগামী ফ্রেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহি সফরে যাবে আফগানিস্তান।