উইকেট নিয়ে উচ্ছ্বসিত রশিদ খান ছবি: টুইটার থেকে।
টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট হয়ে গেল রশিদ খানের। বিশ্বের দ্রুততম বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
আফগানিস্তানের এই লেগ স্পিনার ২৮৯ ম্যাচে ৪০০ উইকেট নিলেন। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মার্টিন গাপ্টিলকে আউট করার সঙ্গে সঙ্গে ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছে যান রশিদ।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
রশিদ ছাড়া আর মাত্র তিনজনের টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট আছে। তাঁদের সবাই এই মাইল ফলকে পৌঁছতে রশিদের থেকে বেশি ম্যাচ নিয়েছেন। ইমরান তাহির ৪০০ উইকেট নিয়েছেন ৩২০ ম্যাচে। এরপর এই তালিকায় রয়েছেন সুনীল নারাইন। তিনি ৩৬২ ম্যাচে এই মাইলফলকে পৌঁছন। ডোয়েন ব্র্যাভো ৪০০ উইকেট নেন ৩৬৪ ম্যাচে।
টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সবথেকে বেশি উইকেটের রেকর্ডও রশিদের। ২০১৮ সালে তিনি ৯৬টি উইকেট নিয়েছিলেন। রশিদের ওভার পিছু রান দেওয়ার সংখ্যা ৬.৩৪। যাঁরা ২০০ বা তার বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, তাঁদের মধ্যে রশিদ ওভার পিছু রান দেওয়ায় দ্বিতীয় স্থানে রয়েছেন। শীর্ষে রয়েছেন সুনীল নারাইন।