Ranji Trophy

পাখির চোখ নকআউটে, মঙ্গলবার হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে নামছে মনোজের বাংলা

এখনও পর্যন্ত এ বারের রঞ্জিতে একটিও ম্যাচে হারেনি বাংলা। পাঁচটি ম্যাচে ২৫ পয়েন্ট রয়েছে তাদের। লাহলির পিচ প্রবল গতিময়। ফলে নির্ধারিত চার দিনেই ম্যাচের ফয়সালা হয়ে যাওয়ার সম্ভাবনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ২১:৪৬
Share:

হরিয়ানাকে হারালে নকআউটে ওঠার আশা অনেকটাই উজ্জ্বল হবে মনোজ তিওয়ারির দলের। ফাইল ছবি

আগের ম্যাচে প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও বোলারদের পারফরম্যান্সের জেরে বরোদার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে বাংলা। মঙ্গলবার থেকে তাদের লড়াই হরিয়ানার বিরুদ্ধে। লাহলির বংশী লাল স্টেডিয়ামে খেলবে বাংলা। জিতলে নকআউটে ওঠার আশা অনেকটাই উজ্জ্বল হবে মনোজ তিওয়ারির দলের।

Advertisement

এখনও পর্যন্ত এ বারের রঞ্জিতে একটিও ম্যাচে হারেনি বাংলা। পাঁচটি ম্যাচে ২৫ পয়েন্ট রয়েছে তাদের। লাহলির পিচ প্রবল গতিময়। ফলে নির্ধারিত চার দিনেই ম্যাচের ফয়সালা হয়ে যাওয়ার সম্ভাবনা। বাংলার হাতে তিন জোরে বোলার রয়েছে। ফলে হরিয়ানাকে চাপে ফেলা যাবে বলেই মনে করছেন মনোজরা।

অভিমন্যু ঈশ্বরণ এবং সুদীপ ঘরামির ধারাবাহিক ভাল খেলা এগিয়ে রাখবে বাংলাকে। আগের ম্যাচেও এই দুই ব্যাটার ভাল খেলেছেন। ব্যাট হাতে মনোজ নিজেও গুরুত্বপূর্ণ সময়ে অবদান রেখেছেন। থাকছেন অনুষ্টুপ মজুমদারও, চাপের মুখে যাঁর খেলা আরও ভাল হয়। তবে এই ম্যাচে অলরাউন্ডার শাহবাজ আহমেদকে পাবে না বাংলা। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে ডাক পেয়েছেন তিনি। ইতিমধ্যেই জাতীয় দলের শিবিরে যোগ দিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে বাড়তি ভূমিকা নিতে হতে পারে প্রদীপ্ত প্রামাণিককে।

Advertisement

জোরে বোলিং বিভাগে মুকেশ কুমার রয়েছেন। থাকছেন আকাশ দীপ এবং ঈশান পোড়েল। মুকেশ আগের ম্যাচেই সাতটি উইকেট নিয়েছেন। পিচের কথা মাথায় রেখে প্রথম একাদশে বাড়তি এক জোরে বোলার নেওয়া হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement