Manoj Tiwary

Ranji Trophy 2022: রঞ্জি সেমিফাইনালে শতরানের পর পকেট থেকে চিরকুট বার করে স্ত্রী-পুত্রকে দেখালেন মনোজ

মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জির সেমিফাইনালে শতরান করলেন মনোজ। বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯তম শতরান করলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১১:০৩
Share:

ছবি: টুইটার থেকে

মধ্যপ্রদেশের বিরুদ্ধে শতরান মনোজ তিওয়ারির। রঞ্জির সেমিফাইনালে সেই শতরানের পরই পকেট থেকে একটি কাগজ বার করেন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্যামেরার দিকে সেই কাগজ তুলে ধরেন মনোজ। তাঁর স্ত্রী সুস্মিতা এবং পুত্র ইউভানের উদ্দেশে বার্তা ছিল সেখানে।

Advertisement

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯তম শতরান করলেন মনোজ। বাংলার জন্য এই শতরান ভীষণ প্রয়োজন ছিল। বুধবার ৫৪ রানে পাঁচ উইকেট হারানোর পর লড়াই শুরু করেন মনোজ এবং শাহবাজ। বুধবার দিনের শেষে ৮৪ রানে অপরাজিত ছিলেন মনোজ। বৃহস্পতিবার শতরান করেন তিনি। সেই শতরানের পর গোটা বাংলা দল তাঁর জন্য উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল সাজঘর থেকে। মনোজ সেই সময় একটি কাগজ বার করেন পকেট থেকে। সেই কাগজে স্ত্রী এবং ছেলেকে ভালবাসার বার্তা দিলেন মনোজ।

—ফাইল চিত্র

রঞ্জির কোয়ার্টার ফাইনালে শতরানের পর অনুষ্টুপ মজুমদার তাঁর ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন মাঠ থেকে। বৃহস্পতিবার মনোজকে দেখা গেল স্ত্রী এবং পুত্রকে ভালবাসা জানাতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement