Ranji Trophy 2022-23

প্রথম ইনিংসের ব্যর্থতা ঢাকল দ্বিতীয় ইনিংসে, শতরানের পথে অভিমন্যু

প্রথম ইনিংসে বাংলার কোনও ব্যাটার রান পাননি। মাত্র ১০০ রান উঠেছিল। বাংলাকে ফলো-অন করায় ওড়িশা। দ্বিতীয় ইনিংসে ২২০ রান তোলার পিছনে অভিমন্যু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ১৮:১৩
Share:

বাংলার হাল ধরলেন অভিমন্যু ঈশ্বরন। ৯৪ রান করে অপরাজিত তিনি। —ফাইল চিত্র

প্রথম ইনিংসে বাংলা শেষ হয়ে গিয়েছিল ১০০ রানে। দ্বিতীয় ইনিংসে ওড়িশার রান টপকে গিয়েছে বাংলা। তবে ওপেনার করণ লাল আবার ব্যর্থ। রান পাননি শুভঙ্কর বলও। বাংলার হাল ধরলেন অভিমন্যু ঈশ্বরন। ৯৪ রান করে অপরাজিত তিনি। তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২২০ রান বাংলার। ওড়িশার থেকে ৫৫ রানে এগিয়ে।

Advertisement

প্রথম ইনিংসে বাংলার কোনও ব্যাটার রান পাননি। মাত্র ১০০ রান উঠেছিল। বাংলাকে ফলো-অন করায় ওড়িশা। দ্বিতীয় ইনিংসে ২২০ রান তোলার পিছনে অভিমন্যু। দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। ১৩টি চার মারেন। ১৫৬ বলে ৯৪ রান করেছেন। শেষ দিনে তাঁর ব্যাটে শতরান দেখতে চাইবে বাংলা। সুদীপ ঘরামি ৫০ রান করেছেন। মনোজ তিওয়ারি অপরাজিত ৫০ রানে। শেষ দিনে ম্যাচ জেতা বেশ কঠিন। মাত্র ৫৫ রানে এগিয়ে রয়েছে বাংলা। ওড়িশার সামনে শেষ দিনে বড় রানের লক্ষ্য রেখে তাদের ১০ উইকেট তুলে নেওয়া বেশ কঠিন।

রঞ্জির গ্রুপ পর্বে মুখোমুখি বাংলা এবং ওড়িশা। এই ম্যাচের গুরুত্ব বাংলার কাছে তেমন নেই। ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন মনোজরা। কিন্তু কোয়ার্টার ফাইনালের প্রস্তুতিটা প্রথম ইনিংসে খুব ভাল হল না। ওড়িশা প্রথম ইনিংসে ২৬৫ রান তোলে। মুকেশ কুমার এবং শাহবাজ় আহমেদ এই ম্যাচে নেই। তাঁরা জাতীয় দলে। দ্বিতীয় দিনের শুরুতেই মাথায় চোট পাওয়ার পর বল করতে পারেননি আকাশ দীপও। তিন প্রধান বোলার ছাড়া বাংলার বোলিং আক্রমণ যে শক্তি হারিয়েছিল তা বলাই যায়। সেই বোলিং আক্রমণের বিরুদ্ধে লড়াই করার মতো রান তুলে নেয় ওড়িশা।

Advertisement

ব্যাট করতে নেমেও বিপর্যয়। ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পাওয়া অনুষ্টুপ মজুমদার প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি। কোয়ার্টার ফাইনালের আগে তাঁকে খেলিয়ে ঝুঁকি নিতে চায়নি বাংলা শিবির। ১০০ রানেই ৯ উইকেট হারায় বাংলা। অনুষ্টুপ না নামায় সেখানেই শেষ হয়ে যায় বাংলার প্রথম ইনিংস। ফলো-অন করায় ওড়িশা। দ্বিতীয় বার ব্যাট করার সুযোগ পেয়ে যদিও ঘুরে দাঁড়ায় বাংলার ব্যাটিং বিভাগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement