কটকের পিচ মন্থর হচ্ছে বলে জানিয়েছেন অনুষ্টুপ। তিনি বলেন, “পিচ এখন মন্থর। উইকেট নেওয়ার জন্য বোলারদের পরিশ্রম করতে হবে। বোলারদের উপর আমাদের ভরসা আছে। শেষ দুই ম্যাচ ওরাই জিতিয়েছে আমাদের। ওরা হয়তো কোনও সাহায্য পাবে না, কিন্তু আমি আত্মবিশ্বাসী আমাদের বোলাররা বাকি উইকেট তুলে আমাদের এই ম্যাচ জেতাবেই।”
—ফাইল চিত্র
চণ্ডীগড়ের বিরুদ্ধে ব্যাটে, বলে দাপট বাংলার। শেষ দিনে জয়ের জন্য ৮ উইকেট প্রয়োজন তাদের। চণ্ডীগড়ের থেকে এখনও ৩৯৯ রান এগিয়ে রয়েছে বাংলা। দিনের শেষে বাংলার অভিজ্ঞ ব্যাটার অনুষ্টুপ মজুমদারও বোলারদের উপর ভরসা রাখছেন জয়ের জন্য।
তৃতীয় দিন বাংলা ডিক্লেয়ার করে ১৮১ রানে। জয়ের জন্য চণ্ডীগড়ের সামনে ৪১৪ রানের লক্ষ্য রাখেন অনুষ্টুপরা। প্রথম ইনিংসে ৯৫ করার পর দ্বিতীয় ইনিংসে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অনুষ্টুপ। ম্যাচ শেষে তিনি বলেন, “এখনও নিজেদের সেরাটা দেওয়া বাকি আছে। আমরা বড় রান তুলেছি কিন্তু আমাদের ব্যাটিংকে আরও ধারাবাহিক হতে হবে। বাংলার হয়ে রান করতে খুব ভাল লাগে।”
কটকের পিচ মন্থর হচ্ছে বলে জানিয়েছেন অনুষ্টুপ। তিনি বলেন, “পিচ এখন মন্থর। উইকেট নেওয়ার জন্য বোলারদের পরিশ্রম করতে হবে। বোলারদের উপর আমাদের ভরসা আছে। শেষ দুই ম্যাচ ওরাই জিতিয়েছে আমাদের। ওরা হয়তো কোনও সাহায্য পাবে না, কিন্তু আমি আত্মবিশ্বাসী আমাদের বোলাররা বাকি উইকেট তুলে আমাদের এই ম্যাচ জেতাবেই।”
এই ম্যাচ জিতলে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষেই থেকে যাবে বাংলা। নক আউট পর্বে যাওয়া প্রায় নিশ্চিত তাদের।