Abhimanyu Easwaran

Abhimanyu Easwaran: রঞ্জিতে রবিবার বাংলা কি জিততে পারবে? কী বলছেন অধিনায়ক অভিমন্যু

বরোদার বিরুদ্ধে জেতার জন্য বাংলার সামনে লক্ষ্য ৩৪৯ রানের। তৃতীয় দিনের শেষে বাংলা ২ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেছে। অভিমন্যু ৭৯ রানে উইকেটে রয়েছেন। সঙ্গে রয়েছেন অনুষ্টুপ মজুমদার। তিনি ২২ রানে উইকেটে। শনিবার খেলার পর অভিমন্যু বলেন, ‘‘আমরা যদি শেষ দিন প্রথম ঘণ্টায় ভাল ব্যাট করতে পারি, তা হলে আমরা অনেকটাই এগিয়ে যাব। জেতার জন্য ঝাঁপাব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪৪
Share:

বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। ফাইল চিত্র

ম্যাচে ফিরেছে বাংলা। কিন্তু কাজ এখনও অনেক বাকি। তাই যাঁর হাত ধরে বাংলা ম্যাচে ফিরেছে, সেই অভিমন্যু ঈশ্বরণ সাবধানী। তিনি মনে করছেন, রবিবার শেষ দিন প্রথম ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement

বরোদার বিরুদ্ধে জেতার জন্য বাংলার সামনে লক্ষ্য ৩৪৯ রানের। তৃতীয় দিনের শেষে বাংলা ২ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেছে। অভিমন্যু ৭৯ রানে উইকেটে রয়েছেন। সঙ্গে রয়েছেন অনুষ্টুপ মজুমদার। তিনি ২২ রানে উইকেটে।

শনিবার খেলার পর অভিমন্যু বলেন, ‘‘আমরা যদি শেষ দিন প্রথম ঘণ্টায় ভাল ব্যাট করতে পারি, তা হলে আমরা অনেকটাই এগিয়ে যাব। জেতার জন্য ঝাঁপাব।’’ বাংলাকে আরও ২০৩ রান করতে হবে। হাতে রয়েছে আট উইকেট।

Advertisement

বাংলার অধিনায়ক অবশ্য সবার আগে কৃতিত্ব দিচ্ছেন বোলারদের। ঈশান পোড়েল, আকাশ দীপ, মুকেশ কুমাররা ভাল বল না করলে বাংলার পক্ষে ম্যাচে ফেরা সম্ভব হত না, মনে করছেন অভিমন্যু। বলেন, ‘‘আমাদের বোলাররা যে ভাবে বল করেছে, তা অসাধারণ। বোলাররাই আমাদের ম্যাচে ফিরিয়েছে। ওরা টানা দু’দিন ধরে বল করছে। প্রত্যেকে ভাল বল করেছে।’’

স্বীকার করে নিচ্ছেন, প্রথম ইনিংসে তাঁরা ভাল ব্যাট করতে পারেননি। অভিমন্যু বলেন, ‘‘প্রথম ইনিংসে আমরা নিজেদের ক্ষমতা অনুযায়ী ব্যাট করতে পারিনি। নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারিনি। কিন্তু আমরা পরিশ্রম করেছি। নিজেদের উপর আস্থা রেখেছি। আমাদের যা ব্যাটিং লাইন-আপ, তাতে আমরা জেতার জন্যই ঝাঁপাব। ব্যাট করার পক্ষে এই উইকেট যথেষ্ট ভাল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement