Ranji Trophy

রঞ্জি দলে ইশান্ত শর্মা, দিল্লি দলে নতুন অধিনায়ক যশ ঢুল

প্রথম দু’টি ম্যাচের দল বেছে নিয়েছে দিল্লি। মহারাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ ১৩ ডিসেম্বর থেকে। পরের ম্যাচে অসমের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ১৮:৩৬
Share:

দিল্লির রঞ্জি দলে ফিরলেন ইশান্ত শর্মা। —ফাইল চিত্র

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অধিনায়ককে দিল্লির রঞ্জি দলের অধিনায়ক করা হল। যশ ঢুলের নেতৃত্বেই এ বারের রঞ্জি খেলবে দিল্লি। সেই দলে রয়েছেন ইশান্ত শর্মাও। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা নীতীশ রানাও রয়েছেন দিল্লি দলে।

Advertisement

গত মরসুমেই দিল্লির হয়ে রঞ্জি অভিষেক হয় ঢুলের। ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেওয়ার পর এ বার দিল্লি দলের দায়িত্ব তাঁর কাঁধে। মাত্র আটটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার পরই দিল্লিকে নেতৃত্ব দেবেন তিনি। দিল্লির কনিষ্ঠতম নেতাদের মধ্যে অন্যতম ঢুল। ঘরোয়া ক্রিকেটে আটটি ম্যাচে ঢুলের সংগ্রহ ৮২০ রান। চারটি শতরান করেছেন তিনি। গড় ৭৪.৫৪।

দিল্লি দলে বড় বদল প্রয়োজন বলে মনে করছেন কর্তারা। সেই কারণেই ঢুলকে অধিনায়ক করা হয়েছে। দিল্লি ক্রিকেট সংস্থার এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “কোনও একটা সময় বদল আনা প্রয়োজন। প্রদীপ সঙ্গওয়ান গত মরসুমে অধিনায়ক ছিল। কিন্তু সেটা বদলানো প্রয়োজন ছিল।”

Advertisement

প্রথম দু’টি ম্যাচের দল বেছে নিয়েছে দিল্লি। মহারাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ ১৩ ডিসেম্বর থেকে। পরের ম্যাচে অসমের বিরুদ্ধে। ২০ ডিসেম্বর থেকে শুরু হবে সেই ম্যাচ। সেই দুই দলে রাখা হয়েছে অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মাকে। দিল্লির এক কর্তা বলেন, “ইশান্তকে সুযোগ দেওয়া হয়েছে। আশা করব ও নিজের কাঁধে দায়িত্ব তুলে নেবে।”

দিল্লি দল: যশ ঢুল (অধিনায়ক), হিম্মত সিংহ, ধ্রুব শোরে, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), বৈভব রাওয়াল, ললিত যাদব, নীতীশ রানা, আয়ুশ বাদোনি, ঋত্বিক শোকিন, শিবাঙ্ক বসিষ্ট, বিকাশ মিশ্র, জন্টি সিধু, ইশান্ত শর্মা, ময়ঙ্ক যাদব, হর্ষিত রানা, সিমারজিত সিংহ, লক্ষ থারেজা (উইকেটরক্ষক) এবং প্রাংশু বিজয়রণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement